ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে তুলনা করার প্রতিবাদে

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল

প্রকাশিত: ০৭:৫৫, ২৪ আগস্ট ২০১৭

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিল

স্টাফ রিপোর্টার ॥ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করে প্রধান বিচারপতির মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন সংস্কৃতি কর্মীরা। তারা অবিলম্বে প্রধান বিচারপতির এ মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে প্রধান বিচারপতির মন্তব্যের প্রতিবাদে কালো পতাকা মিছিল পূর্ববর্তী সমাবেশে তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কালো পতাকা মিছিলটি ঢবির টিএসসি থেকে বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। হাসান আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেনÑ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি ও সাংসদ কাজী রোজী। চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, অভিনেত্রী রোকেয়া প্রাচী, কুদ্দুছ বয়াতী, বাউল দিল বাহার খান প্রমুখ। নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, কয়েকদিন নানা ঘটনা ঘটেছে বিচার বিভাগ নিয়ে, আমরা (সংস্কৃতিকর্মী) চুপ থেকেছি। প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর বিপক্ষে রায় দিতে পারেন, এর এখতিয়ার তার রয়েছে। কিন্তু একজন নাগরিক হিসেবে, সে রায় গ্রহণে অক্ষমতা প্রকাশ করছি। তিনি বলেন, পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে তুলনা করে যখন এ দেশের সুপ্রীমকোর্টে রায় দেয়া হয়, সে ঔদ্ধত্য ছাড়া কিছু নয়। শুধু প্রধান বিচারপতি কেন, বাংলাদেশের সাংবিধানিক পদে থেকে কেউই পাকিস্তানের সঙ্গে এ দেশের তুলনা করতে পারেন না। করলে আমরা তা গ্রহণ করব না। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন করে সংসদ, সংসদের অনুরোধে প্রধানমন্ত্রী ও স্পীকারকে নিয়োগ দেন তিনি। প্রধান বিচারপতিকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। সে রাষ্ট্রপতিকে অভিশংসনও করে সংসদ। কিন্তু বিচার বিভাগ যখন সংসদকে অবমাননা করে তখন আমাদের আক্ষেপ প্রকাশ করা ছাড়া কিছু থাকে না। তিনি বলেন, সবার বিরুদ্ধে তদন্ত করা গেলেও, প্রধান বিচারপতি ও ১১ বিচারপতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না। এটা কেমন দেশ? এটা কী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না কি বিচারতন্ত্রী বাংলাদেশ?
×