ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে আসছে চার সিনেমা

প্রকাশিত: ০৫:৫২, ২৪ আগস্ট ২০১৭

ঈদে আসছে চার সিনেমা

বেশ সিনেমেটিক কা-ের পর গেল ঈদে মুক্তি পেয়েছিল ‘নবাব’ ‘বস-২’ এবং ‘রাজনীতি’ নামের তিনটি চলচ্চিত্র। অবশ্য কথা ছিল আরও সিনেমা মুক্তি পাওয়ার। শেষে অনেক জলপনা-কল্পনায় ওই তিনটি সিনেমাই দর্শকদের ঈদ আনন্দের সঙ্গী হয়। ঢাকাসহ সারাদেশে বিপুলসংখ্যক দর্শক আনন্দের সঙ্গে নতুন সিনেমাগুলো উপভোগ করে। ঈদ-উল-ফিতরের পরই ঈদ-উল-আযহা, সময়ের ব্যবধান মাত্র সত্তর দিন। এই অল্প সময়ের মধ্যে হাতেগোনা দু-চারটি সিনেমা নতুন করে মুক্তি পায়। এমনটাই গত কয়েক বছর দেখা যাচ্ছে। বিষয়টা এমন যে, বছরে টার্গেট এখন দুটো ঈদ! এই টার্গেটের দ্বিতীয় কিস্তি ঈদ-উল-আযহা। প্রথম দিকে শোনা গিয়েছিল ঈদ উপলক্ষে আসছে ৮টি নতুন সিনেমা। শেষে ‘রংবাজ’ ‘অহংকার’ ‘সোনাবন্ধু’ এবং ‘শেষকথা’ এই ৪টি ঠিক হয়েছে। এর মধ্যে প্রথম ৩টি ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে এবং শেষেরটা ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখানো হবে। রংবাজ গেল ঈদে মুক্তির রেসে রংবাজ ছিল বেশ আলোচিত সিনেমা। অসংখ্য শাকিব ভক্ত অপেক্ষায় ছিল অপুর সঙ্গে রাজনীতির পাশাপাশি বুবলির সঙ্গে শাকিবের রংবাজি দেখার। শেষে বিভিন্ন হিসাব-নিকাশে দর্শকদের সেই আশা পূরণ হয়নি! এবার কিন্তু সে অপেক্ষার ইতি ঘটবে! আসছে ঈদে রুপালি পর্দায় শাকিব-বুবলির রোমান্টিক রংবাজি দর্শকদের মাত করবে এমনটা আশা করছেন সিনেমার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা। শাকিব-অপুর বাস্তব জীবনের ক্যামেস্ট্রির পর দর্শক এখন পর্দায় শাকিব-বুবলির নতুন ক্যামেস্ট্রি দেখার অপেক্ষায়! গত কয়েক মাস ধরে রংবাজ বিভিন্ন কারণে অনেকবার নিউজ হয়েছে। সবশেষ সিনেমার ট্রেইলর এবং ইউটিউবে সদ্য মুক্তি পাওয়া গান দর্শকদের আর একবার আলোড়িত করেছে। বিশেষ করে ‘ঘুম আমার’ গানটির চিত্রায়ন এবং শাকিব-বুবলির নব রসায়ন দর্শকদের চমকে দিয়েছে, গানটির বর্তমান ভিউয়ার প্রায় সাড়ে পাঁচ লাখ। এছাড়া চোখ ধাঁধানো ট্রেইলর এ্যাকশন প্রিয় দর্শদের এক রকম কাবু করেছে। বাকি শক্তির কসরত সিনেমা দর্শনে মিলবে। রংবাজ পরিচালনায় প্রাথমিক অবস্থায় দায়িত্ব পায় শামিম আহমেদ রনি। পরে তার ওপর নিয়েধাজ্ঞা জারির পর পুরো কাজ সম্পন্ন করে আবদুল মান্নান। বাংলদেশের রূপরং চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথ প্রযোজনা করেছে। ঈদু-উল-আযহার দিন ঢাকাসহ সারাদেশে একযোগে মুক্তি পাবে এই সিনেমা। অহংকার এই সিনেমার প্রথম তথ্য হলো এটি পুরোপুরি দেশী প্রযোজনায় নির্মিত। সিনেমার নামের সঙ্গে মিল রেখে গল্গের কাল্পনিক সাদৃশ্য অনেকেই হয়ত এঁকে ফেলতে পারেন! ইউটিউবে প্রকাশিত ট্রেইলরও সে রকম আভাস দেয়। এক্ষেত্রে নতুন জুটির রসায়নের অহংকার কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তার জন্য অপেক্ষা করতে হবে সিনেমাটির শুভ মুক্তি পর্যন্ত। সম্প্রতি প্রকাশিত অহংকার সিনেমার গানের ভিউয়ার সংখ্যাও বেশ! সিনেমার ট্রেইলরে বুবলির শক্ত এবং আক্রমণাত্মক চরিত্র এবং শাকিবের বেপরোয়া হালচাল দুটিরই সামন কসরত দেখা গিয়েছে। পাশাপাশি রংবাজ এবং অহংকারের প্রায় একই রকম চরিত্রে দেখা গিয়েছে এক সময়কার পর্দ কাঁপানো বিউটিকুইন চিত্রনায়িকা নতুনকে। সব মিলিয়ে ঢাকাই সিনেমায় নতুন জুটি হয়ে ওঠার চেষ্টায় শাকিব-বুবলি কতখানি যোগ্য তার এসিড টেস্টের ফলাফল হয়ত এবার ঈদে দেখা যাবে। তাদের এ্যাকশন এবং রোমান্স দর্শকদের কতটা মুগ্ধ করে, কিংবা সিনেমা শেষে দর্শক তাদের কি মূল্যায়ন করে তার জবাব নিকট অতীতেই পাওয়া যাবে। ‘অহংকার’ পরিচালনা করেছেন শাহদাত হোসেন লিটন। সোনাবন্ধু সম্প্রতি এক সাক্ষাতকারে সিনেমাটির নায়িকা পরীমনি বলেছেন, যখন এই সিনেমার কাজ করেছি তখন আসলে বুঝিনি যে এটা ঈদে মুক্তি পাবে। আসলে ঈদের সিনেমার ইমেজ একটু আলাদা। সে বিবেচনায় ‘সোনাবন্ধু’ বাউল গান ও গ্রামীণ জীবনের পটভূমিতে নির্মিত। অনেকটা লোক কাহিনীনির্ভর। অতীতে আমাদের দেশের বেশিরভাগ দর্শক এই ধরনের সিনেমা খুব উপভোগ করেছে, সে বিবেচনায় সোনাবন্ধু দর্শকদের আবেগ তারিত করবে বলে তিনি আশা করেছেন। সিনেমাটিতে তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে। তিনি এই সিনেমায় কাজের সুবাদে একাধিকবার খবর হয়েছেন। সম্প্রতি পপি এক সাক্ষাতকারে বলেন, সোনাবন্ধু সিনেমায় তার করা চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং। দর্শক খুব পছন্দ করবে। এই সিনেমায় এক সঙ্গে কাজের সুবাদে পপি এবং পরীমনি সম্পর্ক ভীষণভাবে আন্তরিক হয়েছে বলে তারা জানিয়েছে। সোনাবন্ধুতে নায়ক চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েবকে। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর সুমন। বাউল গানের সাধনা। গানের মধ্যমে মনমাঝির দিশা খোঁজা এবং নারী-পুরুষের প্রেম এই সবই সোনাবন্ধুর গল্পের আখ্যান। বাকিটা রুপালি পর্দায়। শেষদেখা প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বাষ্পস্নান’ পরে নাম বদলে করা হয়, ‘শেষদেখা’। পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ঈদে সিনেমা হলে মুক্তির রেসে শেষ কথার উপস্থিতি নেই ঠিক, তারপরও ঈদ-উল-আযহা উপলক্ষে দর্শকরা সিনেমাটি দেখতে পাবে। ঈদের দিন দুপুর ২.৩০ মিনিটে চ্যানেল ‘আই’তে ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখানো হবে। ‘নাচলের রানী’ ‘গঙ্গাযাত্রা’ ‘অন্তর্ধান’ এর মতো উচ্চমানের চলচ্চিত্র ইতোমধ্যে এই পরিচালক নির্মাণ করেছেন। তাঁর মেধা ও মননের সমৃদ্ধ ছাপ সবগুলো কাজে দেখিয়েছেন। শেষ কথায় অভিনয় করেছেন আইরিন সুলতানা এবং পশ্চিম বাংলার সমদর্শী। এছাড়া আরও আছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদের মতো শক্তিধররা। অন্য বারের থেকে এবারের ঈদের সিনেমাগুলোর স্বাদ এবং ধরন একটু ভিন্নই বলা যেতে পারে। কারণ, যেখানে শাকিব-বুবলির এ্যাকশন ও রোমান্সের পাশাপাশি থাকছে সোনাবন্ধুর মতো বাউল সঙ্গীতনির্ভর গ্রামীণ প্রেমকথা এবং এদের সঙ্গে গুণী পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষকথা’র মতো সমৃদ্ধ গল্পের সিনেমা।
×