ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত

প্রকাশিত: ০৫:৫০, ২৪ আগস্ট ২০১৭

মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত

দক্ষিণ আফ্রিকার চার যুবককে মানুষের মাংস খাওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এর আগে তাদের একজন নিজেকে পুলিশের হাতে সোপর্দ করে। থানায় ঢোকার সময় তার হাতে ছিল একটি ব্যাগ। ঢুকেই সে বলল, ‘আর পারছি না। আমি মানুষের মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি।’ বলেই ব্যাগ থেকে বের করল মানুষের একটা কাটা পা ও হাত। তাকে জেরা করে আরও চার নরখাদককে গ্রেফতার করা হয়। ওই চার যুবকের বয়স ২২, ২৯ ও ৩২। পুলিশ সূত্রে খবর, ডারবান থেকে ১১০ মাইল উত্তর-পশ্চিমের খয়াজুলু-নাতাল এলাকায় দীর্ঘদিন ধরেই এই মারাত্মক কাজ চালচ্ছিল তারা। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি এক মহিলাকে খুন করে তাঁর দেহ নিজেদের কাছে রেখে দিয়েছিল ওই চার যুবক। সন্দেহ করা হচ্ছে, যুবকের জমা দেয়া কাটা হাত ও পা ওই মহিলারই। আদালতে দাঁড়িয়ে নরমাংস খাওয়ার কথা স্বীকারও করে নিয়েছে ওই চার জন। যদিও দক্ষিণ আফ্রিকায় নরমাংস খাওয়ার ঘটনা অবশ্য একেবারে বিরল নয়। মাঝেমধ্যেই ওঠে এমন অভিযোগ। তবে নিজে থেকে এভাবে প্রমাণসহ পুলিশের কাছে এসে ধরা দেয়ার ঘটনা এই প্রথম। -নিউজউইক।
×