ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন

নীলফামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৫:১৫, ২৪ আগস্ট ২০১৭

নীলফামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বন্যার্তদের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখা। জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার বিকেলে দুই শতাধিক পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আব্দুল সালাম প্রামাণিক। প্রতি পরিবারকে ৫ কেজি করে চাল, আলু আড়াই কেজি, আধা লিটার সোয়াবিন তেল, আধা কেজি করে মসুর ডাল, আধা কেজি লবণ ও দুইটি করে খাবার স্যালাইন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদর সাব-রেজিস্ট্রার মাহমুদুল হাসান, ডিমলা উপজেলা সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেন, কিশোরীগঞ্জ সাব-রেজিস্ট্রার তহিদুল ইসলাম, চিলাহাটী সাব-রেজিস্ট্রার মনিরুজ্জামার, নকল নবিস এ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি হর্ষবর্ধন রায়, সদর সাব-রেজিস্ট্রার অফিসের মহরার কামরুজ্জামান, বাহালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র নাথ রায়, সাবেক অফিস সহকারী বদরুল আলম, রামনগর ইউনিয়নের ইউপি সদস্য ওসমান গনি প্রমুখ।
×