ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেইলি ব্রিজ ধসে খালে ॥ শরীয়তপুর মাওয়া সড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৭

বেইলি ব্রিজ ধসে খালে ॥ শরীয়তপুর মাওয়া সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ আগস্ট ॥ মঙ্গলবার সকালে শরীয়তপুর-মাওয়া সড়কের জাজিরা উপজেলার কাজিরহাট ডুবিসায়বর এলাকায় একটি বেইলী ব্রিজ ধসে খালে পড়ে যাওয়ায় যানবাহনসহ জনসাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। যাত্রীরা নৌকা-ট্রলারযোগে পারাপার হয়ে গন্তব্যে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ বলছে, মেরামতের কাজ চলছে। আগামীকালের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে শরীয়তপুর-মাওয়া সড়কে কাজিরহাটের উত্তর পার্শ্বে ডুবিসায়বর নামক স্থানে বেইলী ব্রিজটি পানির তোড়ে ধসে খালে পড়ে যায়। ফলে রাজধানী ঢাকার সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
×