ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাহিয়ান দ্বীপ

সময় এখন মুগুরুজার

প্রকাশিত: ০৫:২৫, ২৩ আগস্ট ২০১৭

সময় এখন মুগুরুজার

২০১৫ সালে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন মুগুরুজা। কিন্তু দুর্ভাগ্য তার। সেবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল এই স্প্যানিয়ার্ডের। তবে গত বছর সেই সেরেনা উইলিয়মাসকে পরাজিত করেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এবারও। গত মাসে উইলিয়ামস পরিবারের বড় মেয়েকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় মেজর টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তোলেন গারবিন মুগুরুজা। ভেনাস যখন উইম্বলডনে প্রথম চ্যাম্পিয়ন হন তখন মুগুরুজার বয়স ছিল মাত্র ছয়! সেই বালিকায় এখন টেনিস কোর্টে দাপট দেখাচ্ছেন! রবিবার জিতলেন আরও একটি শিরোপা। রোমানিয়ার এই টেনিস তারকাকে পরাজিত করে সিনসিনাটি ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেলেন গারবিন মুগুরুজা। রবিবার টুর্নামেন্টের ফাইনালে স্পেনের এই টেনিস তারকা ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন সিমোনা হ্যালেপকে। আর তাতেই শিরোপা হারানোর পাশাপাশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগও হারালেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হ্যালেপ। বর্তমান টেনিসের প্রতিভাবান তারকাদের মধ্যে গারবিন মুগুরুজা অন্যতম। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন তিনি। ফরাসী ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। এরপর থেকেই যেন আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই মৌসুমেও। গত মাসে জিতে নিয়েছেন মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনও। ক্যারিয়ারের দ্বিতীয় মেজর টুর্নামেন্ট জয়ের সৌজন্যে সিনসিনাতি ওপেনে তাই ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন স্পেনের এই টেনিস তারকা। সিনিসিনাতি ওপেনের শুরু থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। সেমিফাইনালে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়কেও হারান তিনি। তবে শিরোপা জয়ের লড়াইয়ে তার সামনে বড় বাধা হয়ে দাঁড়ান দুর্দান্ত ফর্মে থাকা রোমানিয়ার সিমোনা হ্যালেপ। যদিওবা ফাইনালে মুগুরুজার কাছে যেন পাত্তাই পাননি হ্যালেপ। প্রথম সেট ৬-১ গেমে জেতার পর দ্বিতীয়টি ৬-০ ব্যবধানে নিজের করে নেন তিনি। ফাইনালের মঞ্চে দ্বিতীয় বাছাই হ্যালেপকে পরাজিত করতে তার সময় লাগে মাত্র ৫৬ মিনিট। তবে চ্যাম্পিয়ন মুগুরুজা প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এমনভাবে হ্যালেপের হারটা যে খুবই দুঃখজনক সেটা অনুভব করেছেন মুগুরুজা নিজেও। তাই তো ম্যাচের শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তার জন্য এটা আসলেই খুব কষ্টের মুহূর্ত। কিন্তু আমি অবশ্যই তাকে অভিনন্দন জানাতে চাই। এই কথা মোটেও অস্বীকার করার কোন উপায় নেই যে, সে এখানে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে।’ বিশ্ব টেনিসে গত দুই দুই দশক ধরেই রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা কিংবা পেত্রা কেভিতোভার মতো তারকারা। কিন্তু এ বছরের শুরু থেকে তাদের অনেকেই কোর্টের বাইরে ছিটকে পড়েন। অন্তঃসত্ত্বার কারণে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন সেরেনা উইলিয়ামস। এ মৌসুমে আর কোর্টেও দেখা যাবে না টেনিসের ওপেনযুগে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডসøামজয়ী এই আমেরিকান কিংবদন্তিকে। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ ১৫ মাস পর কোর্টে ফিরলেও স্বরূপে দেখা যায়নি মারিয়া শারাপোভাকে। তবে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলতে যাচ্ছেন মাশা। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটাই তার প্রথম মেজর টুর্নামেন্টে অংশগ্রহণ। সন্তান জন্ম দেয়ার কারণে ভিক্টোরিয়া আজারেঙ্কাও ছিলেন না কোর্টে। আর পেত্রা কেভিতোভাও চোটের কারণে বাইরে ছিলেন। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সিমোনা হ্যালেপ এখন দারুণ ফর্মে। যে কারণে সিনসিনাতি ওপেনেও তার উপর সমর্থকদর একটু প্রত্যাশা ছিল বেশি। কিন্তু শেষ পর্যন্ত মুগুরুজার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হলো তার। ম্যাচ শেষে হ্যালেপ তাই চরম হতাশ। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই ম্যাচে খারাপ খেলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি আগামী বছর আবারও এখানে ফিরতে চাই এবং লক্ষ্য থাকবে অবশ্যই ভাল খেলার। ফাইনালে আমি ভাল করতে পারিনি। তবে মুুগুরুজা অসাধারণ খেলেই শিরোপা জিতেছেন।’ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যেতেন সিমোনা হ্যালেপ। কিন্তু দুর্ভাগ্য তার। স্বপ্নের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। এর ফলে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকছেন। আর নতুন করে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানটি দখল করেছেন মুগুরুজা। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। বছরের এই মেজর টুর্নামেন্টে নেই সেরেনা উইলিয়ামস। সন্তান সম্ভবা হওয়ার কারণেই তাকে পাবে না ইউএস ওপেন। তবে খেলবেন মারিয়া শারাপোভা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথম মেজর কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল। তবে উইম্বলডনের পর সিনসিনাটি ওপেন জয়ের সৌজন্যে গারবিন মুগুরুজা যে ফেবারিট হিসেবেই ইউএস ওপেনের কোর্টে নামছেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে স্প্যানিশ টেনিস তারকা ছাড়াও মৌসুমে শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন পিসকোভা, জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, সিমনো হ্যালেপ, ক্যারোলিন ওজনিয়াকি এবং ভেনাস উইলিয়ামসের মতো তারকারা। সিনসিনাতি ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন গ্রিগর দিমিত্রোভ। ফাইনালে তিনি অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে পরাজিত করে ক্যারিয়ারের সপ্তম শিরোপা জয়ের স্বাদ পান।
×