ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ডিগ্রী কোর্স চালুর দাবি

প্রকাশিত: ০৫:৩৪, ২২ আগস্ট ২০১৭

গলাচিপায় ডিগ্রী কোর্স চালুর দাবি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ চরবিশ্বাস কে আলী কলেজে ডিগ্রী কোর্স চালুর দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধিসহ এলাকার হাজারও মানুষ অংশ নেয়। উপজেলার দ্বীপচর চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নে অর্ধ লক্ষাধিক লোকের বাস। বুড়াগৌরাঙ্গ নদ পাড়ি দিয়ে দুই ইউনিয়নের মানুষকে গলাচিপা সদরে যাতায়াত করতে হয়। দুর্গমতার কারণে এলাকার অনেক শিক্ষার্থী মাধ্যমিকের গন্ডির পর লেখাপড়া থেকে ছিটকে পড়ে। গরিব পরিবারের শিক্ষার্থীরা মেধাবি হয়েও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে চার শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে। কিন্তু যোগাযোগ দুর্গমতার কারণে এদের মধ্যে বহু শিক্ষার্থী পরবর্তী উচ্চতর শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়।
×