ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৯, ২১ আগস্ট ২০১৭

টুকরো খবর

অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার এ ঘটনায় উদ্ধার হওয়া অপহৃত সুশান্ত রায় বাদী হয়ে ৫ জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে মুক্তিপণের টাকা পরিশোধ করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে ছদ্মবেশে পুুলিশ দুই জনকে ফকিরহাট উপজেলার ডাকবাংলো এলাকা থেকে আটক করে। পরে আককৃতদের তথ্য অনুযায়ী অপরজনকে আটক করা হয়। আটককৃতরা হলেনÑ ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের রুবেল মোল্লা ওরফে ডলার ও রাজপাট গ্রামের রুবেল সরদার এবং একই গ্রামের এনামুল শেখ। পুলিশ জানান, রাত ৩টার দিকে মোংলার বুড়িরডাঙ্গা গ্রামের মৃত কিরন রায়ের ছেলে সুশান্ত রায় ও দিগরাজ এলাকার দুলাল ঘোষের ছেলে তপন ঘোষ প্রাইভেটকার যোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ফকিরহাট বিশ্বরোড এলাকার একটি হোটেলে খাবার খায়। এ সময় তারা গাড়িতে গেলে অপহরণকারীরা তাদের ভয়ভীতি দিয়ে প্রাইভেটকারসহ রাজপাঠ এলাকার বিপ্লব হাজরার বাড়িতে আটকে রাখে। এরা দুজন মোংলার দিগরাজ এলাকার চিংড়ি ও মিষ্টি ব্যবসায়ী। অবসরপ্রাপ্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের পিএফ ও গ্রাচ্যুইটির বকেয়া পাওনা পরিশোধের দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল করেছেন। অবসর প্রাপ্ত শ্রমিকদের দাবি আদায়ে লিয়াজোঁ কমিটির উদ্যোগে খালিশপুরে অবস্থিত প্লাটিনাম গেট এলাকা থেকে সকাল ১০টায় এই মিছিল বের হয়। এ সময় সমাবেশে লিয়াজোঁ কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী, প্লাটিনাম জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুট মিলের মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুটমিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ইকবাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অবসরের পর ৩০ কর্মদিবসের মধ্যে সকলের ন্যায্য পাওনা পরিশোধের কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় আড়াই হাজার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া পাওনা পাচ্ছেন না। ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ আগস্ট ॥ চাঁদার টাকা না দেয়ায় নেহাল নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজারে ঘটে এ ঘটনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই দোকান ঘরটির দেয়াল এবং উপরের চাল ভেঙ্গে রাস্তার পাশে ফেলে দেয়া হয়েছে। ফেলে দেয়া হয়েছে দোকানের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল। দোকান মালিক নেহাল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাই জসীম ও তাঁর কয়েকজন সাঙ্গপাঙ্গ তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে এই ঘটনার আগেও দু’বার তাঁর দোকানে হামলা চালিয়েছিল জসীম ও তাঁর সাঙ্গপাঙ্গরা। সর্বশেষ শনিবার রাত সাড়ে ১২টার দিকে জসীমের নেতৃত্বে ৮ থেকে ১০ জন লোক এসে ওই দোকানে হামলা চালিয়ে দোকান ভাঙ্গা শুরু করেন। শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২০ আগস্ট ॥ মির্জাপুরে ইউপি চেয়ারম্যান ও ৫ ইউপি সদস্যসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় এমপি একাব্বর হোসেনের হাতে নৌকা প্রতীক দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন। উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেনÑ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, সাবেক আহ্বায়ক সেলিম শিকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, ইউপি চেয়ারম্যান আবদুর রউফ, স্থানয়ী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। পরে ইউপি চেয়ারম্যান ও ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুর রউফ ও ৫ ইউপি সদস্যসহ শতাধিক বিএনপির নেতাকর্মী একাব্বর হোসেন এমপির হাতে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। শিমুলিয়া ঘাটে ট্রাকজট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটে ট্রাকের দীর্ঘ জট দেখা দিয়েছে। রবিবার ঘাটের পাকিং ইয়ার্ড পূর্ণ হয়ে ট্রাকের সারি ছড়িয়ে পড়ে শিমুলিয়া ভাঙা হয়ে মহাসড়কের এক পাশ ধরে। পাটুরিয়া-দৌলদিয়া ঘাটের সমস্যার কারণে এ রুটে অতিরিক্ত ট্রাকের চাপে এ জট দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুটে ঘাটে পানি বৃদ্ধি পেয়ে পল্টুন তলিয়ে যাওয়া, নদীর ভাঙ্গনের কারণে ঘাটে সমস্যা হওয়ায় ওই নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। এ কারণে রবিবার দক্ষিণবঙ্গে যাতায়াতের ওই রুটটি পরিহার করে অনেক ট্রাক পণ্য নিয়ে শিমুলিয়া ঘাটে চলে আসে। অতিরিক্ত ট্রাকের কারণে শিমুলিয়া ঘাটে ট্রাক জট দেখা দেয়। পার্কিং ইয়ার্ডে জায়গা না থাকায় ট্রাকগুলোকে ঘাটের কাছে শিমুলিয়া ভাঙা নামক স্থান হতে মহাসড়কের এক পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। প্রায় সাড়ে তিন শত ট্রাক বিকেল ৫টা নাগাদ পারাপারের অপেক্ষায় ছিল। তবে রবিবার রাতের মধ্যেই এসব ট্রাকজট হালকা হয়ে যাবে বলে তিনি মনে করেন। তাছাড়া অন্য গাড়ি স্বাভাবিক পারাপার অব্যাহত আছে। চাঁপাইয়ে ট্রিটমেন্ট প্লান্ট চালু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সুপেয় পানি সরবরাহের পানি শোধনাগার রবিবার উদ্বোধন করেন স্থানীয় এমপি আব্দুল ওদুদ। এটি মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত একটি প্রকল্প। ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরকালে তিনি শোধানাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুত প্রকল্পটি নির্মাণে ছয় বছর সময় নেবার কারণে প্রধানমন্ত্রীর সচিবালয় উদ্বেগ প্রকাশ করায় তড়িঘড়ি উদ্বোধন করল পাবলিক হেলথ। ২০ কোটি টাকার এই প্রকল্পে ২.২০ কিলো মিটার ট্রান্স মিশন লাইন, ৩৫ কিঃ মি সরবরাহ লাইন, ও একটি ওভার হেড ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। প্রায় এক একর জমির ওপর মহানন্দা নদীর ধারে হুজরাপুরে এই ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে। ইয়াবাসহ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে সাড়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার ভোরে নাফনদীর বকজোড়া মোহনায় বিজিবি জওয়ানরা এ অভিযান চালায়। আটক রোহিঙ্গা আকিয়াব জেলার মংডু শহরের মুন্নীপাড়ার মৃত ওমর মিয়ার পুত্র। জাল নোটসহ গ্রেফতার ৪ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ আগস্ট ॥ ভাঙ্গায় চার লাখ পাঁচ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে ভাঙ্গা পৌর এলাকার কাফুরিয়া-সদরদী মহল্লার বাসিন্দা কোহিনূর বেগমের ভাড়াটিয়া সালউদ্দীন আহমদের বাড়ি তল্লাশি করে ওই জাল টাকা উদ্ধার করা হয়। পুলিশ কোহিনূর বেগমের ভাড়াটিয়া বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের সালাউদ্দীন আহমেদ, তার স্ত্রী ফাতেমা বেগম (২৭), সালাউদ্দীনের ভাতিজা হিজলার হরিনাথপুরের সায়েদুল সর্দার ও পটুয়াখালী গলাচিপা উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জুয়েল হাওলাদার। শিবির ক্যাডার আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের বৌদ্ধপল্লীতে নাশকতার সন্দেহে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ। শনিবার রাতে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানের নেতৃত্বে কয়েকজন শহরের বৌদ্ধবিহারসংলগ্ন এলাকায় জড়ো হয়। ওই সময় তারা বৌদ্ধপল্লী কেন্দ্রিক নাশকতার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়। কক্সবাজার সদর থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, বিষয়টি যাচাই বাছাই করে প্রমাণ পাওয়ায় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাসানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। স্পিনিং মিলের গুদামে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বাড়ৈভোগ এলাকায় নিট কটন স্পিনিং মিলের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গুদামে রক্ষিত বিপুল পরিমাণ উৎপাদিত তুলা পুড়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করেছে। অগ্নিকা-ের খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়ার ৩টি ও হাজীগঞ্জের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ৩টায়। অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছে মন্ডলপাড়ার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সানাউল হক। বন্যহাতির আক্রমণে রোহিঙ্গার মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে গভীর রাতে বন্যহাতির আক্রমণে শরীফ নামে এক বয়োবৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত শরীফ ই ব্লকের বাসিন্দা ও আলী জোহারের পুত্র। রাতে বন্যহাতির দল কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আকস্মিক হামলে পড়ে বস্তির ১৫টি কক্ষ তছনছ করে ফেলে। রোহিঙ্গারা তাড়াতে এগিয়ে গেলে হাতির ধাওয়ায় কয়েকজন কমবেশি আহত হয়। তার মধ্যে আহত শরীফকে (৬০) এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় ডাকাতি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দুপচাঁচিয়া উপজেলা পৌর এলাকায় শনিবার গভীর রাতে গ্রামীণফোনের (জিপি) ডিপোতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা নগদ অর্থসহ ৩৬ লাখ টাকার সামগ্রী নিয়ে যায়। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের হয়েছে। জানা যায়, পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডের কাছে একটি চারতলা ভবনের নিচ তলায় গ্রামীণফোনের ডিপো। এই ডিপোতে সেল (মোবাইল) ফোন সেট, সিম কার্ড, মডেম, ফোন কার্ড ও অন্যান্য সামগ্রী থাকে। বিক্রেতা ও পরিবেশকগণ এই ডিপো থেকে জিপি পণ্য ও মোবাইল ফোন সেট নিয়ে গিয়ে বিপণন করে। রবিবার সকালে এলাকার লোকজন দেখে ডিপোটি ভাঙ্গা। দুর্বৃত্তরা এসএস পাইপের গ্রিল কেটে দরোজা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ অর্থ, জিপি সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটের মধ্যে আছে নগদ ১১ লাখ টাকা এবং ২৫ লাখ টাকার সিম কার্ড, মডেম, সেল ফোন সেট, ফোন কার্ড ইত্যাদি। ৩০ টেঁটাসহ দুই যুবক আটক নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২০ আগস্ট ॥ কালকিনিতে ৩০ টেঁটাসহ পুনব ম-ল ও জাহীদ খান নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকালে তাদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার বেতোকগ্রাম থেকে ৩০ টেঁটা ক্রয় করে ট্রাকে মাদারীপুর নিয়ে যাওয়ার সময় শনিবার রাতে ডাসার থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত পুনব গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার নৈয়ার বাড়ির নিল রতন ম-ল ও জাহীদ খান মাদারীপুর সদর উপজেলার আমির খানের ছেলে।
×