ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ধূমপানের বিরুদ্ধে নর্থসাউথ ভার্সিটির কর্মসূচী

প্রকাশিত: ০৭:০২, ২১ আগস্ট ২০১৭

ধূমপানের বিরুদ্ধে নর্থসাউথ ভার্সিটির কর্মসূচী

ধূমপানের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নর্থসাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে শনিবার অনুষ্ঠিত হয়েছে নর্থসাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজিত বার্ষিক কর্মসূচী সে নো টু টোব্যাকো। তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে অবহিত করে তাদের সচেতন করা এবং এই বাজে অভ্যাস থেকে তাদের বিরত থাকতে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচীর মূল লক্ষ্য। নর্থসাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উ. আহসান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। প্রখ্যাত সাইক্রিয়াটিস্ট ড. আশিক সেলিম এবং ওমেগা পয়েন্ট রিকোভারি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শেমল জাকারিয়া কর্মসূচীর বক্তা ছিলেন। ক্লাব কো-অর্ডিনেটর এবং সেই সঙ্গে নর্থসাউথ ইউনিভার্সিটির অনেক সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারগণও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পরত্যয় আরএমপি কমিশনারের স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘শান্তির নগরী, শান্তিতে থাকবে’ উল্লেখ করে রাজশাহীতে জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার মাহাবুবর রহমান। তিনি বলেন, রাজশাহী নগরবাসীকে শান্তিতে রাখতে যা যা করা দরকার তার সবকিছুই করা হবে। রাজশাহী থেকে সদ্য বিদায়ী কমিশনারের সময় নেয়া ইতিবাচক পদক্ষেপসমূহ অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভাল করতে সকলকে সঙ্গে নিয়ে নতুন পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। এ সময় মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অধীনস্ত কর্মকর্তাদেরও তিনি কঠোর হওয়ার নির্দেশ দেন। রবিবার বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন কনফরেন্স কক্ষে আরএমপি কমিশনার গণমাধ্যাম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
×