ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ‘অগ্রণী স্কুল ও কলেজ চলচ্চিত্র সংসদ’ গঠিত

প্রকাশিত: ০৬:৩১, ২০ আগস্ট ২০১৭

রাজশাহীতে ‘অগ্রণী স্কুল ও কলেজ চলচ্চিত্র সংসদ’ গঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর রুয়েট চত্বরে অবস্থিত অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে গঠিত হলো স্কুল-পর্যায়ে দেশের প্রথম চলচ্চিত্র সংসদ। শিশু-কিশোরদের মধ্যে সুস্থ ও সৃজনশীল চলচ্চিত্রবোধ তৈরিসহ চলচ্চিত্র নির্মাণে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে ‘অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ নামের এই চলচ্চিত্র সংসদ গঠিত হয়েছে। শনিবার এই সংসদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। দুই বছর মেয়াদী এই কমিটির সভাপতি হিসেবে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল হক এবং মডারেটর হিসেবে স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রোকন মাসুম দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষদে উপদেষ্টা হিসেবে রয়েছেন এই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোশাররফ হোসেন বাচ্চু। অগ্রণী স্কুলের সাবেক শিক্ষার্থী, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা-সভাপতি ড. সাজ্জাদ বকুলের উদ্যোগে অগ্রণী স্কুলে এই চলচ্চিত্র সংসদ গঠিত হয়। আগামী ১৭ সেপ্টেম্বর এ সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দেশে শিশুতোষ চলচ্চিত্র সংসদের পথিকৃৎ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এ দিন অগ্রণী স্কুলে উপস্থিত থেকে এই চলচ্চিত্র সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
×