ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে রাজনৈতিক সঙ্কট আছে, নিরপেক্ষ নির্বাচন হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৩৬, ২০ আগস্ট ২০১৭

দেশে রাজনৈতিক সঙ্কট আছে, নিরপেক্ষ নির্বাচন হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের কোন রায় নিয়ে দেশে এর আগে এমন পরিস্থিতি কখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিল রায়ের পর্যবেক্ষণের মূল বিষয় থেকে জনদৃষ্টি ভিন্নখাতে ফেরাতে ক্ষমতাসীনরা জিয়াউর রহমানের শাসনামলের প্রসঙ্গ টেনে আনার কৌশল নিয়েছে। মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোর করে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এছাড়া আদালতের রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও এ্যাটর্নি জেনারেল। তাদের এই কর্মকা-ে গোটা জাতি এখন উদ্বিগ্ন। তিনি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। মির্জা ফখরুল বলেন, দেশে একটা রাজনৈতিক সঙ্কট আছে। এ পরিস্থিতিতে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচনের জন্যই তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করেছে। আমরা সব সময় এর বিরোধিতা করে এসেছি। বলে এসেছি নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না হয়, সেক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
×