ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের পাশে স্কুলছাত্রীরা

প্রকাশিত: ০৪:১২, ২০ আগস্ট ২০১৭

বন্যার্তদের পাশে স্কুলছাত্রীরা

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৯ আগস্ট ॥ পীরগঞ্জ সরকারী বণিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নেহারের নেতৃত্বে ১শ’ ছাত্রী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। শনিবার দুপুর ১২টায় ওই বিদ্যালয়ের ১শ’ ছাত্রী দশটি গ্রুপে বিভক্ত হয়ে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। এসব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে স্কুল সূত্রে জানা গেছে। স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রী শান্তি, তানি, রিফা, মিতু, তামান্না, তারিন, রেবা, তিশা, যতি ও বাঁধন গ্রুপকে শনিবার শহরের টিএ্যান্ডটি রোডে বিত্তবানদের কাছে অর্থ সংগ্রহ করতে দেখা গেছে। নদীতে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৯ আগস্ট ॥ শনিবার দুপুরে পীরগঞ্জ লাচ্ছি নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ভেলাতৈড় (ভদ্রপাড়া) গ্রামের ধীরেন চন্দ্র রায়ের ছেলে শুভ (১০) বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ওইদিন স্কুলে টিফিনের সময় শুভ স্কুলের পাশে লাচ্ছি নদীতে পা ধোয়ার জন্য যায়। পা পিছলে গিয়ে সে গভীর পানিতে ডুবে যায়। অন্য শিক্ষার্থীরা তাকে নদীতে দেখে শিক্ষকদের খবর দেয়। উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×