ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে স্কুলছাত্রকে হত্যা

প্রকাশিত: ০৫:২০, ১৯ আগস্ট ২০১৭

গাজীপুরে স্কুলছাত্রকে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বৃহস্পতিবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পঞ্চম শ্রেণীর ছাত্রকে হত্যা করেছে তারই খালাত ভাই নবম শ্রেণীর এক ছাত্র। নিহতের নাম মাজেদুল ইসলাম (১৫)। সে জামালপুর সদর উপজেলার রামনগর এলাকার সুজন মিয়ার ছেলে। জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই আকরাম হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন এলাকায় জুলহাসের বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকে সুজন। সুজন ও তার স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। তাদের ছেলে মাজেদুল (১৫) স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। একই এলাকায় পাশের বাসায় মাজেদুলের খালাত ভাই নূরনবী (১৫) বাবা-মা’র সঙ্গে ভাড়া বাসায় থাকে। নুরনবী জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকার আলাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মাজেদুলের বাবা-মা তাদের চাকরিস্থলে যায়। বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে ওইদিন রাতে মাজেদুলকে বাসায় ডেকে নেয় নূরনবী। বাসায় নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মাজেদুলকে হত্যা করে পালিয়ে যায় তার খালাত ভাই নুরনবী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, কটিয়াদীতে নিখোঁজের একদিন পর কাজল চৌধুরী (৮) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ভরাদিয়া পূর্বপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ধিরারপাড় গ্রামের আসাদ চৌধুরীর শিশুসন্তান কাজল তার মায়ের সঙ্গে সদরের পূর্বপাড়া থাকত। সেখানে শিশুটির মা স্থানীয় রাইসমিলে শ্রমিকদের রান্নার কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজল অন্য শিশুদের সঙ্গে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হত্যার কারণ জানা যায়নি। ভূঞাপুরে গৃহবধূ সংবাদদাতা ভূঞাপুর, টাঙ্গাইল থেকে জানান, ভূঞাপুরে সালমা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা উপজেলার রামপুর উত্তরপাড়া গ্রামের গোলাম রসুলের স্ত্রী ও ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া গ্রামের ছামান আলীর মেয়ে। শুক্রবার উপজেলার খুপিবাড়ী এলাকায় নিহত সালমার মামাশ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় জানা যায়, উপজেলার বেতুয়া গ্রামের ছামান আলীর মেয়ে সালমার চার বছর আগে রামপুর উত্তরপাড়া গ্রামের ইউসুফ আলী খার ছেলে গোলাম রসুলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। গোলাম রসুল বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দাবি করে মারধর করত। এনিয়ে গত বছর কয়েক দফা গ্রাম্য সালিশও হয়েছে। এতে সালমাকে নির্যাতন করবে না মর্মে স্থানীয় চেয়ারম্যান ও কাউন্সিলরদের কাছে লিখিত মুচলেকা দেন গোলাম রসুল। তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আটক সালমার স্বামী গোলাম রসুল জানান, সালমা পেটের ব্যথায় ভুগছিল। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়েছিল। শুক্রবার সকালে অসুস্থবোধ করলে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সালমার বাবা ছামান আলীর অভিযোগ সালমাকে হত্যা করা হয়েছে। কক্সবাজারে যুবক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, চকরিয়া খুটাখালীতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন বালুরচর এলাকার সড়কের পার্শ্ববর্তী ধানক্ষেতে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে- কে বা কারা যুবকটির গলাকেটে হত্যা এবং মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেয়। আশপাশে কোথাও মরদেহের মাথার অংশটি পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফায়জু মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চর গোসাইপুর এলাকায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি উপজেলার থানাকান্দি গ্রামে স্থানীয়রা জানায়, তিতাস নদীতে লাশটি দেখে তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নরসিংদীতে যুবক স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে শহরের ভেলানগর মহল্লা সংলগ্ন হাঁড়িধোয়া নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে দেয় । পরে রাত সাড়ে ১২টায় নরসিংদী সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে লাশটির পরিচয় মেলেনি। মাদারীপুরে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রাজৈর পৌর এলাকার নয়াকান্দি গ্রামের চাতাল ব্যবসায়ী মিজান শেখ (৩৭) বৃহস্পতিবার রাতে খুন হয়েছে। সে একই এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। জানা গেছে, মিজান শেখ তার ভায়রা ডাঃ চুন্নু মিয়ার মায়ের মৃত্যুর সংবাদে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে নিজ মোটরসাইকেল নিয়ে মুকসুদপুর উপজেলার কানুরিয়া গ্রামের উদ্দেশে রওনা হয়ে আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
×