ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গন্ডার ফেরত দাবি

প্রকাশিত: ০৬:১৭, ১৮ আগস্ট ২০১৭

গন্ডার ফেরত দাবি

বন্যায় নেপালী গ-ার ভেসে গেছে পড়শি দেশ ভারতে। এতে দেশটির কর্মকর্তারা এখন ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন। নেপালের রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্কে ছিল এসব গ-ারের আবাস। দেশ-বিদেশের হাজারো পর্যটক গ-ার দেখতে পার্কটিতে আসেন। কাজেই পর্যটক টানতে জলের তোড়ে ভেসে যাওয়া গ-ার ফিরিয়ে আনতেই হবে। তাই ভারতীয় কর্মকর্তাদের কাছে একশৃঙ্গী গ-ারগুলো ফেরত দিতে অনুরোধ জানিয়েছে নেপাল সরকার বিবিসি গবেষণায় হাতির বিষ্ঠা হাতির তাজা বিষ্ঠার নমুনা সংগ্রহ করা কঠিন হলেও তা জোগার করে ভারতীয় গবেষক সানজিতা শর্মা অসম্ভব একটি কাজ করেছেন। সানজিতা ও তার সহকর্মীরা পাঁচ বছরে ২৬১টি হাতির ৩০০টি বিষ্ঠার নমুনা প্রথমে ফ্রিজে রেখে পরে শুকিয়েছেন। তারা বন্যহাতির মানসিক পরিস্থিতি শনাক্ত করতেই এ গবেষণা করেন। দেখা গেছে, পুরুষ হাতির চেয়ে মহিলাটির মানসিক পরিস্থিতি সহজে দৃষ্টিগ্রাহ্য হয় বিবিসি
×