ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র সচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ আগস্ট ২০১৭

পররাষ্ট্র সচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনেও উভয়পক্ষের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হয়েছে। বুধবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যুর সঙ্গে এক বৈঠকে এই প্রত্যাশা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। এদিকে ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশের বন্যাকবলিত এলাকায় ভ্রমণে সতর্ক বার্তা জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পিয়েরে মায়াদ্যু পররাষ্ট্র সচিবের সঙ্গে একান্ত বৈঠক করেন। মায়াদ্যু ঢাকা থেকে শীঘ্রই বিদায় নিচ্ছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বিদায়ী বৈঠকে শহীদুল হক তাকে জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গঠনমূলক ভূমিকা নেয়ার কারণে উভয়পক্ষের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি আগামী দিনেও উভয়পক্ষের মধ্যে সম্পর্ক জোরদারের প্রত্যাশা করেন। পিয়ের মায়াদ্যু পররাষ্ট্র সচিবকে বিশেষ ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি খাতে আরও সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন পিয়েরে মায়াদ্যু।
×