ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা মাকে জখম করল পাষন্ড- ছেলে

প্রকাশিত: ০৫:০৪, ১৭ আগস্ট ২০১৭

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা মাকে জখম করল পাষন্ড- ছেলে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ আগস্ট ॥ জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে বৌমা’র কাছে ভাত খেতে চাওয়ায় প্রায় শত বছর বয়সী তাসলেমা খাতুন (৯৮) নামে এক মা নিজ সন্তান বদিরউদ্দীন ও বউমার কাছে নির্যাতনের শিকার হয়ে গৃহহারা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, বুধবার সকালে বৃদ্ধা তাসলেমা খাতুন ক্ষুধার্ত ছিলেন। তখন তিনি বড় বউমার কাছে ভাত খেতে চাইলে বৌমা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় পাষ- ছেলে বদির উদ্দিন বৃদ্ধা মায়ের মুখের ওপর আঘাত করে। এতে মায়ের বাম চোখের নিচের অংশ ফেটে রক্তাক্ত হয়ে যায়। নির্মম নির্যাতনের পর পাষ- ছেলে নিজের বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় স্থানীয়রা বৃদ্ধা তাসলেমা খাতুনকে রাস্তা থেকে উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গ্রামবাসীরা জানান, ডাঙ্গীপাড়া এলাকার বৃদ্ধা তাসলেমা খাতুনের স্বামী সফিরউ উদ্দিন মারা গেছেন ৩০ বছর আগে। মারা যাওয়ার সময় তাঁর স্বামী দুই ছেলে দুই মেয়ে রেখে যান এবং দুই ছেলের নামে ৩ একর ৩০ শতাংশ জমি লিখে দিয়ে যান। বৃদ্ধা তাসলেমা খাতুন বয়সের ভারে চোখে ঠিক মতো দেখেন না, কানে তেমন শোনেন না, কথাও ঠিকমতো বলতে পারেন না। এই অবস্থায় তাকে প্রায়ই নির্যাতন করত বৃদ্ধের ছেলে ও বউমা। এক পর্যায়ে বড় ছেলের ছেলে (নাতি) ভুল বুঝিয়ে বৃদ্ধা তাসলেমা খাতুনের কাছ থেকে জমিগুলো নিজেদের নামে দলিল করে নেয়।
×