ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার পরিকল্পনা

প্রকাশিত: ০৪:০০, ১৫ আগস্ট ২০১৭

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার পরিকল্পনা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৪ আগস্ট ॥ জলাবদ্ধতা নিরসনে ৫০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে হরিহর, বুড়িভদ্রা ও আপারভদ্রা নদী খনন করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করা হবে। এছাড়া বর্তমানে এক্সেভেটর মেশিন দিয়ে খনন করে পানি সরানোর চেষ্টা চলছে। কেশবপুরের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কেশবপুরের সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। প্রতিমন্ত্রীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহমান আকন্দসহ পাউবোর কর্মকর্তাগণ সোমবার সকালে জলাবদ্ধ এলাকার হরিহর, বুড়িভদ্রা ও আপারভদ্রা নদীর ত্রীমোহনা এবং বুড়িভদ্রা ও আপার ভদ্রা নদী পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, জলাবদ্ধতার সমস্যা আমাদের বহুদিনের। বাংলাদেশের প্রতিটি নদীই সমস্যায় রয়েছে। অনেক নদী নাব্য হারিয়ে খালে পরিণত হয়েছে। সকল মানুষকে ভাল রাখার সদিচ্ছা সরকারের রয়েছে।
×