ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তরা চরম দুর্ভোগের শিকার

প্রকাশিত: ০৫:৩০, ১৪ আগস্ট ২০১৭

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্তরা চরম দুর্ভোগের শিকার

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৩ আগস্ট ॥ কয়লা আহরণের কারণে বড়পুকুরিয়া খনিসংলগ্ন পূর্ব পাশের্^র পাকা রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবর্ষণে প্রায় দুই কিলোমিটার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ফলে জনদুর্ভোগ চরমে। রবিবার সকালে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ৭-৮ দিন আগেই রাস্তাটি দেবে গেছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে এতদিন মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে। তবে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা ভারি বর্ষণে রাস্তাটি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। বদরগঞ্জ থেকে বড়পুকুরিয়া বাজার হয়ে ফুলবাড়ী পর্যন্ত এ পাকা রাস্তাটি হামিদপুর ইউনিয়নের একমাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে। এ অবস্থায় প্রায় ১০ হাজার মানুষ জেলা ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পার্বতীপুর ও ফুলবাড়ী আসতে হলে ৩০ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে আসতে হচ্ছে। পাতিগ্রাম-বড়পুকুরিয়া বিকল্প রাস্তাটিও পানিতে ডুবে গেছে।
×