ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেই শিবির কর্মীর সঙ্গে ছাত্রলীগের দুই নেতার ফেসবুকে ছবি নিয়ে তোলপাড়

প্রকাশিত: ০৫:০৪, ১৪ আগস্ট ২০১৭

সেই শিবির কর্মীর সঙ্গে ছাত্রলীগের দুই নেতার ফেসবুকে ছবি নিয়ে তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৩ আগস্ট ॥ শিবির কর্মী ও একাধিক মামলার আসামির সঙ্গে বাউফল উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে তোলপাড় চলছে। ওই শিবির কর্মীর নাম জাকির হোসেন। রবিবার দুপুরে ফেসবুকে তার নিজের আইডি থেকে ছবিটি পোস্ট করেন। জানা গেছে, বাউফলের বগা ইউনিয়নের রাজনগর গ্রামের সোনামুদ্দিন চৌকিদারের ছেলে ও জাকির হোসেন শিবিরের একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত। কথিত আছে, তিনি ঢাকায় হেফাজতের মিটিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর দাড়ি কেটে ফেলে কয়েক দিন বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। এরপর তিনি এলাকায় এসে সরকারী দলের একাংশের ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপর্কম শুরু করেন। তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে জাতীয় সংসদের চিফ হুইপ ও বাউফলের এমপি আসম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদাগার করে যাচ্ছেন। সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কয়েকটি হামলার ঘটনায় শিবির কর্মী জাকিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হলেও তিনি পুলিশ প্রটেকশন নিয়ে এলাকায় চলাফেরা করেছেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার দৈনিক জনকণ্ঠের শেষ পাতায় এ নিয়ে একটি সচিত্র প্রতিবেদনও ছাপা হয়েছে। এরপর তিনি আবার উপজেলা ছাত্রলীগের একাংশের সভপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক রাহাদ জামসেদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন। এ ছবি নিয়েও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে পটুয়াখালীর লোহালীয়া এলাকায় বসে এ ছবি তোলা হয়। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি মাহমুদ রাহাদ জামসেদ বলেন, জাকির হোসেন শিবির কর্মী নয়, তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, জাকির ছাত্রলীগ কর্মী নয়, তিনি আগে থেকেই শিবির করত। হেফাজতের মিটিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই শিবির কর্মী এখন ভোলপাল্টে দলের একটি গ্রুপের সঙ্গে মিলে দলের ভাবমূর্তি বিনষ্ট করছেন। তার ফেসবুক আইডি থেকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
×