ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের ব্রি পরিদর্শন

প্রকাশিত: ০৪:১৩, ১৩ আগস্ট ২০১৭

 কৃষি মন্ত্রণালয়ের  বিশেষজ্ঞ দলের  ব্রি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুলের একটি টিম শনিবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এস এম নাজমুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক এনামুল হকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলটি ব্রি কর্তৃপক্ষ, বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইনস্টিটিউটের বিভিন্ন ল্যাবরেটরি, গ্রীন হাউজ, স্ক্রিন হাউজ, গবেষণা মাঠ ও কৃষকের মাঠে ধান গবেষণার সার্বিক কর্মকা- পর্যবেক্ষণ করেন। ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. শাহজাহান কবীর, ব্রি’র পরিচালক (গবেষণা) ড. আনছার আলী, ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তমাল লতা আদিত্য প্রতিষ্ঠানের সার্বিক গবেষণা কার্যক্রম সম্পর্কে বিশেষজ্ঞ পুলকে ব্রিফ করেন।
×