ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে বটতলার নতুন কার্য নির্বাহী কমিটি ‘মধু শিকারি’ নাটকের প্রদর্শনী

প্রকাশিত: ০৩:২১, ১৩ আগস্ট ২০১৭

প্রতিষ্ঠাবার্ষিকীতে বটতলার নতুন কার্য নির্বাহী কমিটি ‘মধু শিকারি’ নাটকের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ‘বিরুদ্ধের বাস্তবে প্রাণের মেলায়’ স্লোগানকে উপজীব্য করে গত ১১ আগস্ট বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হলো বটতলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বেলা ৩-১৫ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। এরপর গত ২ বছরের আর্থিক এবং প্রধান নির্বাহীর রিপোর্ট পেশ এবং তার ওপর আলোচনা করেন দলের সদস্যরা। আগামী ২ বছর বটতলাকে সামনে এগিয়ে নেয়ার জন্য নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সিইও এবং অন্য সদস্যদের নাম ঘোষণা করেন ৩ সদস্যবিশিষ্ট বিষয় নির্বাচনী কমিটি। দলের সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন অধ্যাপক মেসবাহ কামাল, সামিনা লুৎফা নিত্রা, মিজানুর রহমান, আব্দুল কাদের, মোহাম্মদ আলী হায়দার, ইমরান খান মুন্না, মাহাবুব ভুঞা, ব্রাত্য আমিন এবং ইভান রিয়াজ। বর্তমানে শুধু দুটো পদের নাম ঘোষণা করা হয়েছে, কার্য নির্বাহী পরিষদের পরবর্তী সভায় কমিটির অন্যদের দায়িত্ব বণ্টন করা হবে। নতুন কমিটিতে সভাপতি হলেন অধ্যাপক মেসবাহ কামাল এবং সিইও সামিনা লুৎফা নিত্রা। কমিটির নাম ঘোষণার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন গানের দল ‘মাভৈ’, হুমায়ুন আজম রেওয়াজ এবং আবৃত্তি করেন টুকু মজনিউল এবং পংকজ মজুমদার। দূর আকাশে মিলিয়ে যাওয়া আমাদের প্রিয় বন্ধু নাসিরুদ্দীন নাদিমের জন্মদিন এবং বটতলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শকদের স্েঙ্গ নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭-৩০-এ প্রদর্শিত হয় বটতলার নাটক ‘মধু শিকারি’। সম্মেলনের শুরুতে গত দু’বছরে সাংস্কৃতিক অঙ্গনের যেসব মানুষ প্রয়াত হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব আনেন দলের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান।
×