ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫১, ১২ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ আগস্ট ॥ ফরিদপুর শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ ও বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচী পালন করেন ফরিদপুর আইন মহাবিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদ। আধা ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য দেন ফরিদপুর আইন মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিক ইসলাম, সাধারণ সম্পাদক বীণা পারভিন, যুগ্ম সাধরাণ সম্পাদক আশরাফুজ্জামান ও প্রসেনজিৎ বিশ্বাস এবং রাজবাড়ীর সংস্কৃতি সংগঠন আলো ঘর এর আহ্বায়ক শরিফুল ইসলাম। ৮ কেজি গাঁজাসহ নারী আটক নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১১ আগস্ট ॥ দক্ষিণ কেরানীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাজেদা (৪৫) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইকুরিয়া বেবিস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ওই নারী চিহ্নিত মাদক ব্যবসায়ী। কয়েক দিন আগে ৫ কেজি গাঁজাসহ খোকন নামে একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই খোকন মাজেদার স্বামী। খোকন জেলে থাকায় মাজেদা স্বামীর গাঁজার ব্যবসা নিয়ন্ত্রণ করছিল। ইস্টার্ন ভার্সিটিতে সংবর্ধনা ইস্টার্ন ইউনিভার্সিটি’র (ইইউ) সামার সেমিস্টার ২০১৭-এর শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার ধানম-ির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতি সেমিস্টারের মতো এবারও ৪টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি গোটা ক্যাম্পাসকে আলোকিত করে রাখে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলী আজ্জম, ট্রেজারার মোঃ সিদ্দীক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান, ডিন, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। Ñবিজ্ঞপ্তি
×