ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর আদর্শ মানুষ শ্রদ্ধাভরে গ্রহণ করেছে॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:৪৭, ১১ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর আদর্শ মানুষ শ্রদ্ধাভরে গ্রহণ করেছে॥ সাঈদ খোকন

জবি সংবাদদাতা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। ব্যক্তি মুজিব আমাদের মাঝে নাই কিন্তু তার আদর্শকে বাংলার মানুষ পরম শ্রদ্ধাভরে ধারণ করছে। তার আদর্শ ছিল সাত কোটি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাব দূর করা। তার আদর্শকে লালন করে শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দ্বিতীয়, বস্ত্র রফতানিতে তৃতীয় এবং ১২২টিরও বেশি দেশে ওষুধ রফতানি করছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পদ্মা সেতু আমাদের স্বপ্ন ছিল আজ তা বাস্তব। বৃহস্পতিবার দুপুর ২টায় পুরান ঢাকার সরকারী সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানাসহ প্রমুখ।
×