ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও বঙ্গমাতার ভূমিকা ছিল অনন্য’

প্রকাশিত: ০৮:৪০, ১১ আগস্ট ২০১৭

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও বঙ্গমাতার ভূমিকা ছিল অনন্য’

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও বঙ্গমাতার ভূমিকা ছিল অনন্য। একদিকে তিনি ঘর সামলেছেন, অন্যদিকে খোঁজ রেখেছেন ঘরের বাইরে। ’৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন সকল রাজনৈতিক ব্যক্তি বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি নেয়ার পক্ষে মত দিয়েছিলেন তখন কেবল বঙ্গমাতাই এ সিদ্ধান্তে সায় দেননি। প্যারোলে মুক্তির বিরোধিতা করেন তিনি। এতেই স্পষ্ট হয় বঙ্গমাতার রাজনৈতিক প্রজ্ঞা ছিল কতটা দৃঢ়। বঙ্গবন্ধু যখন জেলে, জীবনের অধিকাংশ সময় যখন তিনি কারাবন্দী তখন পরম মমতায় মা ফজিলাতুন্নেছা আগলে রেখেছেন তার সন্তানদের। ঘর সামলে প্রতিকূল পরিবেশেও বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনিই ছিলেন দেশের সেবক। কেবল সন্তানদের নয়, মায়া-মমতায় খোঁজ রেখেছেন বঙ্গবন্ধুর আস্থাভাজন নেতাকর্মীদেরও। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শতত প্রেরণাদায়ী বঙ্গমতা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, সংসদ সদস্য কবি কাজী রোজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম প্রতিষ্ঠাতা সাইদুর রহমান প্যাটেল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জিনাত হুদা। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় আয়োজনের শুরুতেই ১৫ আগস্টের নৃশংস হত্যাকা-ে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোড়ক উন্মোচন করা হয় ‘সতত প্রেরণাদায়ী বঙ্গমাতা’ শীর্ষক একটি গ্রন্থের।
×