ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:০২, ১১ আগস্ট ২০১৭

নতুন গবেষণা

কণ্ঠস্বর নিয়ন্ত্রিত স্মার্ট রিং পকেট থেকে মোবাইল ফোন বের না করেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ দেবে কণ্ঠস্বর নিয়ন্ত্রিত স্মার্ট রিংটি। এ্যাপল ও গুগলের ভার্চুয়াল এ্যাসিস্ট্যান্ট সেবা সমর্থন করায় মুখের কথায় বার্তাও পাঠানো যাবে। আইওএস এবং এ্যানড্রয়েড ওএস চলা যেকোন মোবাইলে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যাবে। ব্লুটুথ প্রযুক্তির রিংটি আগামী বছর বাজারে আসবে। দাম পড়বে ১২৯ ডলার। সূত্র : ডেইলি মিরর আবহাওয়ার তথ্য জানাবে ঘড়ি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠানোর পাশাপাশি ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে। এর নাম ‘লামেট্রিক টাইম’। বিশেষ প্রযুক্তির তৈরি ওয়াই-ফাই সুবিধার স্মার্ট ঘড়িটি অনলাইন থেকে সর্বশেষ আবহাওয়ার সংবাদ জানানোর পাশাপাশি ব্যবহারকারীদের ফেসবুক এ্যাকাউন্টে আসা বার্তা ও স্ট্যাটাস প্রদর্শন করতে পারে। আইওএস এবং এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত ঘড়িটির দাম ১৯৯ ডলার। সূত্র : বিবিসি রোবোকপ সম্মেলনে ফুটবল সামনে গোলপোস্ট। ফ্রি কিক মারতে তৈরি রোবটটি। কিন্তু সত্যিকারের ফুটবল খেলোয়াড়দের মতো গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছে প্রতিপক্ষের সাত রোবট। জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত ‘ রোবোকপ ২০১৭’ সম্মেলনে ফুটবল খেলায় মেতে উঠেছিল রোবটগুলো। সূত্র : সায়েন্স ডেইলি
×