ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতার জন্য শেখ মুজিব বঙ্গবন্ধু হতে পেরেছেন ॥ আমু

প্রকাশিত: ০৭:৩৯, ১০ আগস্ট ২০১৭

বঙ্গমাতার জন্য শেখ মুজিব বঙ্গবন্ধু হতে পেরেছেন ॥ আমু

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ বঙ্গমাতার জন্য শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতে পেরেছিলেন উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর জন্য সবচেয়ে বেশি ত্যাগ-তিতিক্ষা ছিল বঙ্গমাতার। জাতির জনকের জন্য তিনি সবকিছু বিসর্জন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আজকের সমাজে এই ধরনের নারী বিরল। বর্তমান প্রজন্মের নারীদের বঙ্গমাতাকে আদর্শ হিসেবে অনুসরণ করা উচিত। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। আমির হোসেন আমু বলেন, বঙ্গমাতা সবসময় জাতির পিতাকে সাহস দিতেন এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেন। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন সময়ে তিনি তার গয়না বিক্রি করে ছাত্রলীগকে দিয়েছেন। বঙ্গমাতার মাধ্যমে আমরা সব নির্দেশনা পেতাম।
×