ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেটে দশ বছর ধরে দাঁতের ব্রেস

প্রকাশিত: ০৬:০৫, ১০ আগস্ট ২০১৭

পেটে দশ বছর ধরে দাঁতের ব্রেস

পেটে প্রবল ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার নেডল্যান্ডসের বাসিন্দা ৩০ বছরের ওই মহিলার পাকস্থলী থেকে যা উদ্ধার হলো, তা দেখে চক্ষু চড়কগাছ খোদ চিকিৎসকদেরও। প্রথম থেকেই ওই মহিলার শারীরিক অবস্থা দেখে সন্দেহ জেগেছিল স্যার চার্লস গার্ডনার হসপিটালের চিকিৎসকদের। সাধারণের থেকে হৃৎপি-ের গতিও অনেকটাই বেশি ছিল তার। পেটের মেমব্রেন ফুলে গিয়েছিল। কিন্তু যকৃৎ কোন অস্বাভাবিকতা দেখা যায়নি। শেষ পর্যন্ত পেটের সিটি স্ক্যানে ধরা পড়েছে অস্বাভাবিকতা। দেখা যায় একটি সরু তারের মতো বস্তু রয়েছে ক্ষুদ্রান্তে। চিকিৎসকরা জানান, ওই তারটি আসলে একটি দাঁতের ব্রেসের তার। যা প্রায় আড়াই ইঞ্চি লম্বা। ওই মহিলা জানিয়েছেন, বছর দশেক আগে দাঁতের ব্রেস ব্যবহার করতেন তিনি। যা কোনভাবে পেটে গিয়ে ক্ষুদ্রান্তের মধ্যে দু’টি প্যাঁচ তৈরি করেছিল। তবে কীভাবে ওই তার, তার পেটের মধ্যে গেল তা বলতে পারেননি ওই মহিলা। অবশেষে অস্ত্রোপচার করে ওই মহিলার পেট থেকে ওই তারটি বের করা হয়। আনন্দবাজারপত্রিকা অনলাইন।
×