ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় লুট হওয়া ৪০ লাখের ছয় লাখ টাকা উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৫, ১০ আগস্ট ২০১৭

কুমিল্লায় লুট হওয়া ৪০ লাখের ছয় লাখ টাকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ আগস্ট ॥ ফিল্মি স্টাইলে লুণ্ঠিত ৪০ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর সংরাইশ এলাকার মদিনা ভিলা নামের একটি বাসায় অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসা থেকে আবদুস সালাম ও বিল্লাল হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লি. কুমিল্লা অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়ির চালকসহ ৩ জনকে গ্রেফতার করে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, নগরীর মনোহরপুর এলাকার হোটেল সালাহউদ্দিনের দ্বিতীয়তলায় অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংক থেকে গত সোমবার দুপুরে রেলওয়ের ঠিকাদারিপ্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লি. অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মাঈন উদ্দিন ৪০ লাখ টাকা উত্তোলন করে মাইক্রোযোগে ইপিজেডসংলগ্ন অফিসে যাচ্ছিলেন। গাড়িটি নগরীর থিরাপুকুর পাড় এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা আতঙ্ক সৃষ্টির পর মাইন উদ্দিনকে ছুরিকাঘাতে আহত করে ব্যাগভর্তি টাকা লুটে নেয়।
×