ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-থাইল্যান্ড জেটিসি বৈঠক

প্রকাশিত: ০৪:১৭, ১০ আগস্ট ২০১৭

বাংলাদেশ-থাইল্যান্ড জেটিসি বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দুইদিনের চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) বৈঠক শুরু হয়েছে। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ৯টায় সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়। আজ বৃহস্পতিবার দু’দেশের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে এ সভা আবারও বসবে। পরে বিকেলে যৌথ প্রেস ব্রিফিংয়ে ঢাকা ঘোষণা দেয়া হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভায় নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এছাড়া জেটিসির সভায় সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্ন্টমেন্ট অব ট্রেড নেগোশিয়েশনের মহাপরিচালক বনিয়ারিত কালায়ানামিথ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডের নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঢাকায় অবস্থান করছেন। চার বছর পর আয়োজিত সভায় দু’দেশের বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে-থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হবে।
×