ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌরসভার উন্নয়নে ২০ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রকাশিত: ০৪:১৬, ১০ আগস্ট ২০১৭

পৌরসভার উন্নয়নে ২০ কোটি ডলার দিচ্ছে এডিবি

স্টাফ রিপোর্টার ॥ দেশের পৌরসভার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মান বাড়ানো ও সুশাসন জোরদারে ২০ কোটি মার্কিন ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশী মুদ্রায় পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে)। বুধবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় এ সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরস বাংলাদেশের জন্য এ ঋণ প্যাকেজ অনুমোদন করেছে। বলা হয়েছে, তৃতীয় নগর শাসন ও অবকাঠামো (সেক্টর) প্রকল্পের আওতায় এ অতিরিক্ত সহায়তা দিচ্ছে এডিবি। ৩৫টি পৌরসভায় এ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এডিবির এ সহায়তার ফলে চলমান প্রকল্পের আওতায় ৬০০ কিলোমিটার সড়ক ও ৩০০ কিলোমিটার ড্রেন নির্মাণ বা সংস্কার করা এবং পানি সরবরাহের জন্য ১৮০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। এছাড়া পৌরসভাগুলোতে করের হার বাড়ানো ও বিলিং সিস্টেমের কম্পিউটারাইজেশনে সম্পূর্ণতা আনা হবে। এতে করে দারিদ্র্যবিমোচন, লিঙ্গ বৈষম্য কমানো, কমিউনিটি অংশগ্রহণ এবং পৌর আর্থিক ব্যবস্থাপনার উন্নতির জন্য সহায়ক হবে। প্রকল্পের জন্য বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত। এ বিষয়ে এডিবি নগর উন্নয়ন বিশেষজ্ঞ আলেকজানদ্রা ভোগাল বলেন, এখনও অবকাঠামোগত দিকে থেকে বাংলাদেশের শহুরে পরিবেশ তেমন উন্নতি হয়নি। বরং জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।
×