ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ সাংবাদিকের ওপর হামলা মূল আসামি গ্রেফতার হয়নি ৯ দিনেও, মদদদাতার জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৮:৪৪, ৮ আগস্ট ২০১৭

জনকণ্ঠ সাংবাদিকের ওপর হামলা মূল আসামি গ্রেফতার হয়নি ৯ দিনেও, মদদদাতার  জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের মাথায় আঘাতকারী সজল ৯ দিনেও গ্রেফতার হয়নি। এদিকে হামলার মদদদাতা রোকসানা বেগমের জামিন সোমবার ফের নামঞ্জুর হয়েছে। মুন্সীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তার জামিন আবেদেন করা হয়। দুপুরে দীর্ঘ শুনানি শেষে আদালতটির বিচারক পশুপতি বিশ্বাস জামিন নামঞ্জুর করেন। বাদী পক্ষে এ্যাডভোকেট মুজিবুর রহমান, এ্যাডভোকেট বিকে পোদ্দার, এ্যাডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহ ও এ্যাডভোকেট রোকসানা আক্তার লাকী আদালতে জামিন নামঞ্জুরের পক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আইনজীবীরা বলেন, ৮ তলার বাসায় প্রবেশ করে মাথায় কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলেই যায়নি। চিকিৎসার জন্য যাতে হাসপাতালে যেতে না পারে সে জন্য লিফটটিও বন্ধ করে রাখা হয়। পরে রক্তাক্ত অবস্থায় সিঁড়ি দিয়েই নামিয়ে এনে হাসপাতালে নেয়া হয়। এখনও উজ্জ্বল হাসপাতালের বিছানায় আঘাতের যন্ত্রণায় কাতর। বিবাদী পক্ষে এ্যাডভোকেট হুমায়ুন কবির শাহিনসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নিয়ে নানা যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। এদিকে জনকণ্ঠ এই রিপোর্টারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে। সোমবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে সর্বস্তরের মানুষ এই হামলার প্রতিবাদে এবং আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে। বাদী পক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহিন মোঃ আমানুল্লাহ জানান, একজন সৎ ও বলিষ্ঠ সংবাদকর্মীর ওপর হামলা চালিয়েই তারা ক্ষান্ত হয়নি। হামলাকারীরা রক্ষা পেতে নানা অপতৎপরতা শুরু করেছে। তাই এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া জরুরী। গত রবিবার রাত সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের ওপর প্রায় ১৫ জনের সন্ত্রাসী দল হামলা চালায়। উজ্জ্বল এখনও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।
×