ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরে মাংসখেকো পোকা

প্রকাশিত: ০৫:৫৩, ৮ আগস্ট ২০১৭

সাগরে মাংসখেকো পোকা

অস্ট্রেলীয় কিশোর স্যাম কানিজ মজা করতে করতে মেলবোর্ন শহরের ব্রাইটন সৈকতে নেমেছিল। কোমর পানিতে মাত্র আধঘণ্টা দাঁড়িয়েছিল সে। আর এতটুকুতেই মাংসখেকো পোকার আক্রমণের মুখে তার ত্রাহি দশা। গুরুতর জখম হয়ে ষোল বছরের স্যাম তীরে ফিরেছে। তার দুই পা তখন রক্তাক্ত, ভয়াবহ জখম। স্যাম জানিয়েছে, পানিতে থাকার সময়ে সে কিছুই টের পায়নি। তীরে ওঠার পরই দেখতে পায় তার দুই পা ক্ষতবিক্ষত। দুই পা বেয়ে দরদর করে রক্ত ঝরছে। সে এতে বিচলিত হয়ে পড়ে। স্যামের বাবা জ্যারড কানিজে বলেন, ছেলের পায়ের করুণ দশা দেখে তার মনে হয়েছে, সে গ্রেনেড হামলার শিকার হয়েছে। মনে হচ্ছে, সে এখন যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরেছে। তার পরিবারের দাবি, এটা সাগরের মাংসখেকো পোকাড় কামড়। স্যামের বাবা বলেন, আমরা তাকে বাথরুমের শাওয়ারে নিয়ে যাই। কিন্তু তখনও তার রক্ত ঝরা বন্ধ হচ্ছিল না, জমাটও বাঁধছিল না। বিস্ময়ে সবাই হতবাক হয়ে যাই। তার মা বলেন, আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু কেউ বলতে পারছিলেন না যে স্যামের পায়ে আলপিনের ফোঁটার মতো এ ক্ষতগুলো কিসের। বিষয়টা খতিয়ে দেখতে তিনি বিজ্ঞানীদের কাছে অনুরোধ জানান। তবে ঘটনা তদন্তে তিনি নিজেও সেই সৈকতে গিয়েছিলেন। তখন তিনি পানিতে হাজার হাজার ছোট পোকা দেখতে পান। এরপর জাল দিয়ে সেই পোকা ধরলেন। পোকাগুলো এখন বিজ্ঞানাগারে পাঠানো হয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এগুলো এক ধরনের সামুদ্রিক পোকা। বিভিন্ন প্রাণীর মরদেহ খেয়ে এরা বেঁচে থাকে। বিজ্ঞানী ড. জেনেফর ওয়াকার স্মিথ বলেন, সম্ভবত পোকাগুলো লাইসিয়াডাসিড এ্যাফিপড নামের এক জাতীয় সামুদ্রিক কীট। বিবিসি অনলাইন।
×