ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেনাপ্রধানের সঙ্গে সৌদি সশস্ত্রবাহিনীর চীফ অব জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:৪১, ৮ আগস্ট ২০১৭

সেনাপ্রধানের সঙ্গে সৌদি সশস্ত্রবাহিনীর চীফ অব জেনারেল স্টাফের সৌজন্য সাক্ষাত

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল আবদুল রহমান বিন সালেহ আল-বানইয়ান সোমবার ঢাকা সেনানিবাসস্থ সেনা সদর দফতরে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খবর বাসস’র। এর আগে সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফকে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জ এলাকায় তিনি বৃক্ষরোপণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সেনাপ্রধান রবিবার রাতে সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন।
×