ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৫:৪০, ৮ আগস্ট ২০১৭

ঢাবি প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা রয়েছে ৭০৫৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৭৬৫টি, খ-ইউনিটে ২৩৬৩টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৪০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৬৮০০টি। জবিতে ভর্তির আবেদন শুরু আজ জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তির আবেদন শুরু হচ্ছেÑ মঙ্গলবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারে ১৫ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের, ১৬ সেপ্টেম্বর ‘ই’ ইউনিটের ২২ সেপ্টেম্বর ‘বি’ ইউনিটের, ১৩ অক্টোবর ‘এ’ ইউনিটের এবং ২০ অক্টোবর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
×