ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে মুুক্তি পাচ্ছে শাকিব শুভশ্রীর ‘নবাব’

প্রকাশিত: ০৩:৪২, ৮ আগস্ট ২০১৭

ফ্রান্সে মুুক্তি পাচ্ছে শাকিব শুভশ্রীর ‘নবাব’

স্টাফ রিপোর্টার ॥ শাকিব খানের ‘শিকারী’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ফ্রান্সে। এবার মুক্তি পাচ্ছে এই অভিনেতারর আরেক চলচ্চিত্র ‘নবাব’। আগামী ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি। এমন তথ্যই জানিয়েছেন চলচ্চিত্রের বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ফ্রান্সের প্যারিসের গোমন্ত সিনেমা হল, স্টাড দ্যু ফ্রান্সে চলবে ‘নবাব’। আর ঈদের পর কানাডার মন্টিয়ানোতে মুক্তির প্রক্রিয়া চলছে। এরপর মালয়েশিয়াতেও মুক্তি দেয়া হবে। গত ঈদে বাংলাদেশে মুক্তি পায় ‘নবাব’। এরপর ২৮ জুলাই পশ্চিমবঙ্গের বেশ কিছু হলে মুক্তি পায় চলচ্চিত্রটি। দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক দিক থেকে ‘নবাব’ চলচ্চিত্রটি বাংলাদেশে সফলতা পেলেও কলকাতায় তেমন আলোচিত হয়নি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও আব্দুল আজিজ। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ভট্টাচার্য্য।
×