ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার কোম্পানির এজিএম চলতি মাসে

প্রকাশিত: ০৪:৩০, ৬ আগস্ট ২০১৭

চার কোম্পানির এজিএম চলতি মাসে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলোÑ যমুনা ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। যমুনা ব্যাংক ॥ এ ব্যাংকের পর্ষদ সভা আগামীকাল ৭ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ওই দিন পুলিশ কনভেনশন হল ইস্কাটন গার্ডেনে এজিএম অনুষ্ঠিত হবে। যমুনা ব্যাংক ৩১ ডিসেম্বর-২০১৬ সমাপ্ত হিসাব বছরে সাড়ে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স ॥ এ কোম্পানির এজিএম আগামী ৮ আগস্ট দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ওই দিন কোম্পানির এজিএম রাজধানীর ফার্স হোটেল এ্যান্ড রিসোর্টস, পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এবি ব্যাংক ॥ এবি ব্যাংকের এজিএম আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় কোম্পানিটির এজিএম ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, খিলক্ষেতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ব্যাংক ॥ ন্যাশনাল ব্যাংকের এজিএম আগামী ২০ আগস্ট বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। ওই দিন উৎসব, র?্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, এয়ারপোর্ট রোডে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
×