ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সংযোগ সড়ক বিচ্ছিন্ন ॥ ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৪:০৭, ৬ আগস্ট ২০১৭

 টাঙ্গাইলে সংযোগ সড়ক  বিচ্ছিন্ন ॥ ১০ গ্রামের  মানুষের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৫ আগস্ট ॥ দেলদুয়ার উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নাল্লাপাড়ায় এলেংজানী নদীর ওপর সেতু নির্মাণের। বর্তমানে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সেতুটি নির্মাণের ফলে বাঐখোলা-নাল্লাপাড়া সড়কের সংযোগস্থল বন্ধ হয়ে গেছে। জানা যায়, বাঐখোলা-নাল্লাপাড়া সড়কটি পাকুল্লা এলাসিন সড়কের নাল্লাপাড়ায় সংযুক্ত হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের অধীনে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। নাল্লাপাড়া বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সেতুর দক্ষিণাংশে অবস্থিত। বর্তমানে রাস্তাটির সংযোগস্থল বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহন করতে পারছেন না। ফলে ব্যবসায়ীসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীর। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা সংযোগ সড়ক নির্মাণের জন্য লিখিতভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরজমিন পরিদর্শন করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দিলেও তেমন অগ্রগতি নেই। এ ব্যাপারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ভূঁইয়া বলেন, আমরা শতাধিক গ্রামবাসী স্বাক্ষর করে সংযোগ সড়ক নির্মাণের জন্য বিভিন্ন দফতরে আবেদন করেছি। সংযোগ সড়কটি বন্ধ হওয়ায় প্রায় ১০ গ্রামের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর আলী সাকির বলেন, সড়ক ও জনপথ সেতুটি নির্মাণ করায় রাস্তাটির সংযোগস্থল বন্ধ হয়ে গেছে। বর্তমানে নাল্লাপাড়া বাজারের ওপর দিয়ে সংযোগ সড়ক তৈরি করতে হবে। বাজারটি যেহেতু ভূমি অফিসের। সেক্ষেত্রে ভূমি অফিস আগে ঠিক করবে তারা কোন দিক দিয়ে রাস্তা দিবে। তারপর আমাদের কাজ শুরু।
×