ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের একদিন পর প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৯, ৫ আগস্ট ২০১৭

অপহরণের একদিন পর প্রকৌশলীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৪ আগস্ট ॥ কেরানীগঞ্জে অপহরণের একদিন পর ছিদ্দিক আহমেদ (৬৫) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিটকো গ্রুপে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আইন্তা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের ছেলে নুরুল ইসলামের বরাদ দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম জানান, ছিদ্দিক আহমেদ বিটকো গ্রুপে ‘প্রজেক্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে কর্মরত ছিলেন। বিটকোর অফিস কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ এলাকায়। বুধবার সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে মোহাম্মদপুরের বাসায় রওনা দেন তিনি। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে এক ব্যক্তি ছেলে নুরুল ইসলাম ও বিটকো গ্রুপের এমডি দিদারুল আলমের মুঠোফোনে ছিদ্দিক আহমেদকে অপহরণ করেছে বলে জানায়। তার মুক্তিপণ বাবদ ২ লাখ টাকাও দাবি করে। পুলিশকে ঘটনা জানালে ছিদ্দিক আহমদেকে হত্যার হুমকি দেয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রকৌশলী ছিদ্দিক আহমেদকে শ্বাসরোধে হত্যার পর লাশ আইন্তা এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
×