ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ

প্রকাশিত: ০৫:১৮, ৫ আগস্ট ২০১৭

কক্সবাজারে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় টেকনাইফ্যা পাহাড়ে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। পাহাড় কাটা ও ভবণ নির্মাণের জন্য স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদফতরের কোন অনুমতি নেয়নি জায়গার মালিক দিদারুল আলম। ভবন নির্মাতা দিদারুল আলম উল্টো প্রশ্ন করে বলেন, সরকারী জায়গায় পাহাড় কেটে সবাই তো ভবন নির্মাণ করে আসছে। আমি করলে দোষ কি, অনুমতি নিতে হবে কেন। দেখা গেছে, ছয়তলার ভিত্তির ওপর নির্মাণ করা এ ভবনপ্রায় একতলার ছাদসহ কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ টিনের ঘেরাও দিয়ে আস্তে আস্তে চলছে।ভবন ঘেঁষে অবস্থিত বিশালাকার পাহাড়টি কেটে কিছু অংশ সাবাড় করে সমতল ভূমিতে পরিণত করা হয়েছে। ভবণ নির্মাণে ফলে একদিকে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ও অপরদিকে চরম হুমকির মুখে পড়েছে এ পাহাড়টি। এলাকার লোকজন জানান, অবৈধ জায়গার মধ্যে পাহাড় কেটে ভবন নির্মাণ করে আসছে দীর্ঘদিন ধরে। যাতে কার চোখে না পড়ে, এ জন্য টিনের ঘেরা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
×