ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির প্রতি রওশনের আহ্বান

প্রকাশিত: ০৮:২৮, ৪ আগস্ট ২০১৭

রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির প্রতি রওশনের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর বার্মিজদের সীমাহীন নির্যাতন ও তাদের জাতিগত নিধনকার্যে অসহায় রোহিঙ্গারা। আর এ অবস্থার উত্তরণের জন্য মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রাখতে ওআইসির প্রতি আহ্বান জানান, বিরোধীদলীয় নেতা। বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। ওআইসির মহাসচিব বলেন, রোহিঙ্গা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়টি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, ওআইসিতে বাংলাদেশের ভূমিকা ক্রমেই বাড়ছে। ইসলামি বিশ্ব, মুসলিম উম্মাহ ও ওআইসি ইস্যুসমূহে বাংলাদেশের অবস্থান ও পরামর্শ সম্পর্কে এ সফরের মাধ্যমে আর নিবিড়ভাবে জানার সুযোগ হচ্ছে। বিরোধীদলীয় নেতা বলেন, ইসলামি ঐক্যজোটভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের রয়েছে একটি ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিয়মিত সংলাপ, সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে এ বন্ধনকে আরও এগিয়ে নেয়া যেতে পারে। ওআইসির মহাসচিব বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবেই সুদৃঢ়। তিনি আরও বলেন, ওআইসিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা এবং ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি হিসেবে ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী ও পর্যটনমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলনের মাধ্যমে বহিঃবিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বয়ে আনবে। বৈঠকে উপস্থিত ছিলেনÑ বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, রওশন আরা মান্নান এমপি, খুরশিদ আরা হক এমপি প্রমুখ।
×