ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৫, ৪ আগস্ট ২০১৭

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, দ্বিতীয় তিস্তা সেতুতে রেললাইন সংযোগ ও রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে কুড়িগ্রাম নতুন রেলস্টেশনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেনÑ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সাংস্কৃতিক সংগঠক আব্দুল খালেক ফারুক, গণকমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, জেলা গণকমিটির সভাপতি তাজুল ইসলাম, আব্দুল কাদের, জামিউল ইসলাম, সামসুজ্জামান, আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, রংপুর এক্সপ্রেসের সঙ্গে সংযোগকারী শাটল ট্রেনটির আসন সংখ্যা অপ্রতুল হওয়ায় ঢাকাগামী যাত্রীরা টিকেট না পেয়ে ফিরে যাচ্ছে।
×