ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:২৫, ৪ আগস্ট ২০১৭

ওয়ার্ল্ড ভার্সিটিতে সেমিনার

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ‘সাসটেইনেব্ল ডেভেলপমেণ্ট গোল’ শীর্ষক সেমিনার সোমবার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের সহকারী অধ্যাপক ড. এম মোসলেহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপÑউপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। -বিজ্ঞপ্তি অতীশ দীপঙ্কর ভার্সিটিতে সেমিনার রবিবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনানী সিটি ক্যাম্পাস অডিটরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ কর্তৃক ‘এ সেমিনার অন হায়ার স্টাডি অব রোড শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল ‘কিভাবে বৃত্তিসহ উচ্চশিক্ষা অর্জন করা যায়’ বিশেষ করে নর্থ আমেরিকার দেশসমূহে। শিক্ষার্থীদের জন্য পিএইচডি এ্যাডমিশনের পূর্ণাঙ্গ দিক-নির্দেশনাও দেয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সিনিয়র প্রভাষক আকিলা খাতুন এবং প্রভাষক মেহ্নাজ তারান্নুম সেমিনারের মূল বক্তা ছিলেন। এছাড়াও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম। বিজ্ঞপ্তি
×