ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লঙ্কাবাংলা ফাইন্যান্সের রাইট আবেদন বাতিল

প্রকাশিত: ০৫:৫৯, ৩ আগস্ট ২০১৭

লঙ্কাবাংলা ফাইন্যান্সের রাইট আবেদন বাতিল

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি মাসের ১ তারিখ কোম্পানিটির করা রাইট আবেদন বাতিল করেছে বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। লংকাবাংলার পরিচালনা পরিষদ গত বছর রাইট প্রস্তাবের মাধ্যমে ১ঃ২ হারে অর্থৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি হিসেবে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি শেয়ার ইস্যু করার কথা ছিল। ১০ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। র্থনৈতিক রিপোর্টার এজিএমের অনুমতি পেল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড অবশেষে বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত জটিলতা থেকে বের হয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ সমাপ্ত অর্থবছরগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুমতি দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে এ মামলার রায় দেয়া হয়। তবে আগামী ৩০ নবেম্বরের মধ্যে একসঙ্গে দুই বছরের এজিএম করতে হবে বলে আদালতের নির্দেশনা রয়েছে। জানা যায়, ওয়েস্টার্ন মেরিন উচ্চ আদালতে কোম্পানি এ্যাক্ট ১৯৯৪ এর সেকশন ৮১ ও ৮৫ এর (৩) অনুসারে গত ২৩ মার্চ আবেদন এজিএম সম্পন্ন করার বিষয়ে হাইকোর্টে আবেদন করেছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ৮ মে শুনানির তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু সেদিন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আদালত শুনানির জন্য পরবর্তী তারিখ ৯ জুলাই নির্ধারণ করে। অর্থনৈতিক রিপোর্টার
×