ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ি ও স্থাপনা ঝুঁকিতে রেখে রাসিকের ড্রেন নির্মাণ

প্রকাশিত: ০৫:৪৮, ৩ আগস্ট ২০১৭

বাড়ি ও স্থাপনা ঝুঁকিতে রেখে রাসিকের  ড্রেন নির্মাণ

স্টাফ রিপোর্টার, ॥ নগরীর রামচন্দ্রপুর খরবোনায় পদ্মাবাঁধের দক্ষিণে রাজশাহী সিটি কর্পোরেশনের ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে ঝুঁকির মধ্যে পড়েছে বসতবাড়ি ও স্থাপনা। ড্রেন নির্মাণের কারণে ওই এলাকায় ৭টি বাড়ির অংশ ভেঙ্গেও পড়েছে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে গাফিলতির কারণে ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মেরিনা বেগম জানান, তারা প্রায় ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। এই বাড়িটিই তার শেষ সম্বল। তবে সম্প্রতি তার বাড়ির পাশে ড্রেন নির্মাণের জন্য গর্ত করা হলে তার বাড়ির পেছনের অংশ ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়া এই অংশে দুইটি ঘর ছিল। যা এখন বসবাসের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখন তাতে নাতি-নাতনি, ছেলে-বৌসহ সামনের একটি ঘরে বসবাস করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ড্রেনটিতে ঢালাইয়ের প্রস্তুতি চলছে। তবে ড্রেনের পাশ দিয়ে স্থানীয়দের পুরাতন বাড়িগুলোতে দেয়া হয়নি কোন নিরাপত্তা। এখন বর্ষাকাল হওয়ায় ভারি বর্ষণে যে কোন সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা। তবে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী বলেন, মেয়রকে দিয়ে ওই এলাকা পরিদর্শন করিয়েছি। ১১ থেকে ১৫ ভুক্তভোগীর একটি তালিকা তৈরি করা হয়েছে। স্থানীয়দের দুরবস্থার কথা চিন্তা করে মেয়রের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদনও জানানো হয়েছে। তিনি জানান, এলাকাবাসীর জলাবদ্ধতা দূর করার জন্য সেখানে ড্রেন নির্মাণ করছে সিটি কর্র্পোরেশন। এ ড্রেনটি নির্মাণ হলে ওই এলাকার বাসিন্দারা দীর্ঘ জলাবদ্ধতা থেকে মুক্ত হবেন।
×