ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাসমান উইন্ডমিল

প্রকাশিত: ০৫:২৮, ২ আগস্ট ২০১৭

ভাসমান উইন্ডমিল

নরওয়ের সমুদ্রে এখন থেকে দেখা যাবে ভাসমান উইন্ডমিল। জাহাজের মতো দেখতে এগুলো ১১ হাজার ৫০০ টন ওজন নিয়ে পানির ওপর ভাসবে। বিশেষ প্রক্রিয়ায় এত ওজনের একটি টাওয়ার ভাসিয়ে রাখতে এর ভিত্তি তৈরি করা হয়েছে। এর মোটা মোটা তার চলে গেছে পানির নিচ দিয়ে বিদ্যুত সঞ্চালনের জন্য। উইন্ডমিলগুলো ভাসমান হওয়ার কারণ হচ্ছে যদি কখনও প্রয়োজন হয় এদের যেন সুবিধাজনক জায়গায় সরিয়ে নেয়া যায়। এই ভ্রাম্যমাণ উইন্ডমিল নরওয়ের ২০ হাজার ঘরে আলো দিতে সক্ষম হবে। তবে এই প্রকল্পে যথেষ্ট খরচ রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আশা করছে ভবিষ্যতে এই খরচ অনেক কমে আসবে। আর এই প্রযুক্তি যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো দেশের উপকূলে দারুণ সমাদৃত হবে বলে আশা করা হচ্ছে। তবে এভাবে গভীর সমুদ্রে উইন্ডমিল থাকলে তা সামুদ্রিক পাখির মৃত্যুর কারণ হতে পারে। কর্তৃপক্ষ যদিও বলেছে, পাখির সংখ্যা কেউ গণনা করতে পারে না, তাই হাজারো পাখির মৃত্যুর কারণ সম্পর্কে তারা সন্দিহান। এখন দেখার বিষয় নরওয়েতে এই প্রযুক্তি কতটা সফল হয়। -ইয়াহু নিউজ
×