ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ থেকে ২৪ ঘণ্টা খোলা বেনাপোল বন্দর

প্রকাশিত: ০৫:৫৯, ১ আগস্ট ২০১৭

আজ থেকে ২৪ ঘণ্টা খোলা বেনাপোল বন্দর

আবুল হোসেন, বেনাপোল থেকে ॥ আজ ১ আগস্ট থেকে বেনাপোল স্থলবন্দর রাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল ও পেট্রাপোল সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টা চালু হতে চলেছে আন্তর্জাতিক আমদানি-রফতানি বাণিজ্য। তবে ব্যবসায়ীরা বলছেন, ২৪ ঘণ্টা আমদানি- রফতানি চালু রাখতে এখনও অবকাঠামো গড়ে ওঠেনি বেনাপোলে। পেট্রাপোলের ব্যবসায়ীরা বলছেন, মাত্র ১২ ঘণ্টায় ভারত থেকে আমদানিকৃত পণ্য খালাসের গুদাম বাংলাদেশে নেই। এমনিতেই একটি পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে পণ্য খালাস করে ফিরতে সময় নেয় তিন-চার দিন। তার ওপর ২৪ ঘণ্টার জন্য ব্যবসা চালু হলে অযথা ট্রাক বোঝাই পণ্য নিয়ে গিয়ে বাংলাদেশে কবে যে খালি হবে তার কোন ঠিকানা নেই। তার ওপর বাংলাদেশের ভেতর বেনাপোল বন্দরে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেই ট্রাক চালক ও ভারত থেকে রফতানিকৃত পণ্যের। বেনাপোল বন্দরে ঢোকার রাস্তা এখনও সম্পন্ন করতে পারেনি বাংলাদেশ। এ জন্য ভারতের পেট্রাপোল সীমান্তে কয়েক শ’ কোটি টাকা ব্যয়ে তৈরি সদ্য নতুন ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে পণ্য বাংলাদেশে আনা যায় না। ফলে বাধ্য হয়েই পেট্রাপোল সীমান্তের পুরনো রুট দিয়েই আমদানি-রফতানি বাণিজ্য চলছে পুরোদস্তুর। পেট্রাপোল বন্দরের কাজ এখনও অসম্পূর্ণ। এরই মধ্যে গত বছর জানুয়ারিতে শুধু বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনে সাড়া দিয়ে দু’দেশের বাণিজ্য দফতর সিদ্ধান্ত নেয় পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২৪ ঘণ্টার জন্য ব্যবসা চালানোর উদ্যোগ। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সবার আগে পরিকাঠামোগত ত্রুটির কথা ভাবা দরকার ছিল দু’দেশের সচিবদের। কয়েক দিন লক্ষ্য করলেই বুঝে নেয়া যাবে পরিস্থিতি কোন্দিকে এগোচ্ছে। তবে ভবিষ্যত কি হবে জানা নেই। কিন্তু দু’দেশের এই উদ্যোগে মহাআনন্দের মাঝে আগামীতে ব্যবসার গতি-প্রকৃতি বাড়াতে সরকারী এই সিদ্ধান্তে ধন্দে রয়েছে আমদানি-রফতানি ব্যবসায়ীরা। ১২ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টার সরকারী সিদ্ধান্তে ব্যবসা বাড়ল না কমল, তার উত্তর দেবে ভবিষ্যত। বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, ২৪ ঘণ্টা বন্দর খোলা রাখলে বন্দরে পণ্যজট কমবে। তবে বেনাপোল বন্দরে কিছু সমস্যা রয়েছে, যা সমাধান করে ২৪ ঘণ্টা বন্দর চালু রাখলে ভাল হতো। তবে, বেনাপোলের বাসিন্দাদের গলায় একটু শান্তির সুর। তাদের কথায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে এবার নিস্তার পাওয়া যাবে। কমবে দুর্ঘটনার পাশাপাশি মৃত্যুর সংখ্যা। এ বিষয়ে আবুল হাসনাত খান বলেন, ২৪ ঘণ্টা আমদানি-রফতানি হবে শুনে ভাল লাগল। আশা করব এবার হয়ত বেনাপোল বাজারে অবৈধ পার্কিং বন্ধ হবে। কমবে যানজট ও দুর্ঘটনা, কমবে মৃত্যুর সংখ্যা। একটু শান্তিতে বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরুতে পারব।
×