ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

প্রকাশিত: ০৬:০৪, ৩১ জুলাই ২০১৭

তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

স্টাফ রিপোর্টার ॥ আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে। আজও দেশের সব ক’টি বিভাগে সীমিত পরিসরে বৃষ্টিপাত হতে সঙ্গে পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অথচ নিরাপদ পানিপ্রাপ্তির নিশ্চয়তা কমছে। দ্রুত নগরায়ন, পানির অপরিমিত ব্যবহার, পানিদূষণ, লবণাক্ততা, পানিসংক্রান্ত অর্থনৈতিক কর্মকা- পরিচালনার কারণেই নিরাপদ পানিপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করা সম্ভব হচ্ছে না। রবিবার পানি সম্মেলনের শেষ দিনে পানিসংক্রান্ত একাধিক সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর বাস্তবায়নে বিশ্বের ৭শ’ কোটি মানুষের বিশুদ্ধ ও নিরাপদ পানি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বে বর্তমানে ৭শ’ কোটিরও অধিক জনসংখ্যার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঢাকা পানি সম্মেলন জাতিসংঘের এসডিজি-৬ বাস্তবায়নের ক্ষেত্রে গৃহীত নীতি ও কৌশলসমূহ, ধনী-দরিদ্র বৈষম্য হ্রাস, নারী ও শিশুদের স্যানিটেশন নিশ্চিত করতে সমান ভূমিকা রাখবে।
×