ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার লক্ষাধিক ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৬, ৩১ জুলাই ২০১৭

চার লক্ষাধিক ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের নাফ নদীর পাড় থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ৩টি বস্তায় ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। রবিবার ভোররাতে সাবরাং ৫নং সøুইসগেট সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ভর্তি ৩টি বস্তা উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন, সাবরাং সীমান্ত চৌকির অদূরে নাফনদীর ৫নং সøুইসগেট দিয়ে ইয়াবার চালান দেশে ঢুকছে মর্মে জানতে পেরে বিজিবির একটি দল ওই জায়গায় পাঠানো হয়। প্রেসক্লাবের ভবন উদ্বোধন সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৩০ জুলাই ॥ পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। রবিবার বেলা ১১টার সময় প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ কামরুল হুদা, থানার ওসি এস এম জিয়াউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন প্রমুখ। গাছের চারারোপণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জুলাই ॥ রবিবার বিজিবি নওগাঁ-১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চত্বরে প্রায় ৬ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারারোপণ করা হয়েছে। বিজিবি চত্বরে অবস্থিত সীমান্ত পাবলিক স্কুল চত্বরে একটি গাছের চারারোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন, ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মেদ হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীমান্ত পাবলিক স্কুলের প্রধান শিক্ষক গোলাম রসুল সাকলায়েন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এবং প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। এ কর্মসূচীর আওতায় স্কুল চত্বর এবং বিজিবি পুরো চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারারোপণ করা হয়।
×