ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেরা বাঙালীর পুরস্কার পেলেন জয়া-মাশরাফি

প্রকাশিত: ০৩:৫৯, ৩১ জুলাই ২০১৭

সেরা বাঙালীর পুরস্কার পেলেন জয়া-মাশরাফি

সংস্কৃতি ডেস্ক ॥ আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দ ‘সেরা বাঙালী’ পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। শনিবার কলকাতার ওবেরয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে অভিনেত্রী জয়া আহসান বলেন আমি বাঙালী, আমার বড় পরিচয়। আমার এই পরিচয়টিকে ‘এবিপি আনন্দ’ সম্মান জানিয়ে এবারের ‘সেরা বাঙালী’ পুরস্কারে ভূষিত করেছে। আমি মনে করি এ সম্মান পাওয়ার আমি এখনও পুরোপুরি যোগ্য নই। অভিনয় স্কুলে মাত্র অ, আ, ক, খ শিখতে শুরু করেছি। তার পরও যে কোন স্বীকৃতি অন্তত নিশ্চিত করে, আমি ভুল পথে নেই। বাংলাদেশের গুণী এই অভিনেত্রী আরও বলেন, হাজার বছরের বাঙালী সংস্কৃতির সমৃদ্ধি সাধনে যে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ত্যাগ ও নিরলস কর্ম করে গেছেন আমিও তাদের মতোই একজন নিরলস কর্মী। আমার আগে এই সম্মানে যারা ভূষিত হয়েছেন তাদের কাতারে নিজেকে দেখতে পেয়ে ধন্য মনে করছি। এ ছাড়া তার কাজের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি শিল্পী ও দর্শকদের নিঃস্বার্থ মায়ার টানেই অভিনয়কে আমি আমার সর্বস্ব দিয়েছি। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি জয় গোস্বামী, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, বিভাষ চক্রবর্তী, পিসি সরকার জুনিয়র, বাংলাদেশের অনুপ্রেরণা মাশরাফি বিন মর্তুজার পাশে দাঁড়িয়ে এ সম্মাননা গ্রহণ করতে পারাটা নিশ্চয়ই আমি মনে রাখব আজীবন! সম্মাননা জানানোয় জয়া আহসান আয়োজক এবং জুরি বোর্ডকে ধন্যবাদ জানান। এদিকে এবারের আসরে জয়া আহসান, ক্রিকেটার মাশরাফির পাশাপাশি সঙ্গীতে সেরা হয়েছেন কৌশিকী চক্রবর্তী, নাটকে বিভাস চক্রবর্তী, সাহিত্যে জয় গোস্বামী, বিনোদনে জাদুকর পিসি সরকার (জুনিয়র), বাণিজ্যে কে ডি পাল। লাইফটাইম এ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন ভারতীয় বিমানবাহিনীর সাবেক প্রধান অরূপ রাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতসহ বিভিন্ন জগতের বিশিষ্টজনরা। ‘সেরার সেরা’ বাঙালী হিসেবে সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায়। তার হাতে সম্মান তুলে দিলেন শঙ্খ ঘোষ। প্রিয় অভিনেতা বললেন ‘যত দিন দেহ চলবে, মন চলবে, আমি আপনাদের সেবা করে যাব’। অনুষ্ঠানে ঝুলন গোস্বামী সেরা বাাঙালী খেলোয়াড়ের সম্মাননা তুলে দেন বাংলাদেশের ওয়ান ডে টিমের অধিনায়ক মাশরফি মর্তুজার হাতে। অনুষ্ঠানে শুরু থেকেই ছড়িয়েছিল ঐতিহ্যের আমেজ। মোহন সিংহ দেশ আর সুরাট রাগের মিশ্রণে গাইছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ‘পরিপূর্ণম্ আনন্দম্।’
×