ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাটিং উপদেষ্টা মার্ক ও’নেইলকে পেলেন মুশফিক, তামিমরা

প্রকাশিত: ০৪:২৩, ৩০ জুলাই ২০১৭

ব্যাটিং উপদেষ্টা মার্ক ও’নেইলকে পেলেন মুশফিক, তামিমরা

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং উপদেষ্টা খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে দ্রুততম সময়ের মধ্যেই খ্যাতনামা একজন ব্যাটিং উপদেষ্টাকেই পেয়ে গেছে বিসিবি। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ও’নেইল। আজ থেকে তার তত্ত্বাবধানেই ব্যাটিং কোচিংটা নেবেন মুশফিক, তামিমরা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান শুক্রবার জানিয়েছিলেন, ‘একজন কোচ আসার কথা। কিছুদিনের মধ্যেই আসবেন। সম্ভবত দু’চারদিনের মধ্যেই আসবেন ব্যাটিং কোচ। তিনি বিশেষ করে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। আমরা কিছুদিনের জন্য তাকে আনছি। যদি আমাদের ভাল মনে হয় তখন তিনি লম্বা সময়ের জন্য থাকবেন। কিছু বিধি-নিষেধ থাকায় নাম এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এটুকু বলতে পারি যে তিনি অস্ট্রেলিয়ান।’ অথচ মার্ক ও’নেইল বাংলাদেশে ততক্ষণে এসে পড়েন। শনিবার প্রধান কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের সঙ্গে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ঘুরেও দেখেন। মিরপুরের অনুশীলন সুবিধা পর্যবেক্ষণ করেন। হাতুরাসিংহের সঙ্গে আলোচনাও করেন। স্টেডিয়াম ছাড়ার আগে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গেও আলোচনায় বসেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে কখনই খেলেননি মার্ক। তবে ৭৬টি প্রথম শ্রেণী ও ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন। ১৯৭৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রথম শ্রেণীতে ৩৫.১৭ গড়ে ৯টি সেঞ্চুরিসহ সর্বোচ্চ অপরাজিত ১৭৮ রানসহ ৩৭২৯ রান করেন। বল হাতেও নেন ৩৬ উইকেট। আর লিস্ট ‘এ’ ম্যাচে একই সময়ে খেলে ১৮.২৭ গড়ে ৩২৯ রান করেন। বল হাতে ১২ উইকেট নেন। তার মানে দীর্ঘপরিসরের ক্রিকেটের জন্য মার্ক ও’নেইল খুবই কার্যকর। তার পুরো নাম হচ্ছে মার্ক ডোরিয়ান ও’নেইল। ৫৮ বছর বয়সী তিনি। ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। মিডিয়াম পেসার ছিলেন। শুরুতে ২১ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় খেললেও পরে নিউ সাউথ ওয়েলসে খেলেন। ক্রিকেট খেলা ছাড়ার পর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হন। নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে মিডলসেক্সের স্প্যাশালিস্ট ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেন তিনি। আপাতত একমাসের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হয়েছেন মার্ক। এরপর যদি ভাল লাগে তাহলে মার্কের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে। মার্ক ও’নেইল মূলত শ্রীলঙ্কান কোচ থিলান সামারাবিরার স্থলাভিষিক্ত হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর সামারাবিরার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বিসিবি। কারণ মুশফিক, সাকিব, তামিমদের ঠিকমতো ব্যাটিং পরামর্শ দিতে পারছিলেন না ব্যাটিং পরামর্শক সামারাবিরা। তাই তার সঙ্গে আর চুক্তি বাড়ানোর কথাও বলা হয়নি। এরপরই নতুন একজন পরামর্শক খোঁজা হচ্ছিল। দ্রুতই খ্যাতিমান এক ব্যাটিং পরামর্শককেই পেয়ে গেল বাংলাদেশ জাতীয় দল। মার্কের বাবা নর্ম ও’নীল ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার। তার ছেলে মার্ক অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। নিউজিল্যান্ড জাতীয় দলের, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া দলগুলোর ব্যাটিং পরামর্শক হিসেবে থাকলেও মার্ক আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার নামকরা কিছু ক্রিকেটারের ব্যক্তিগত ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করে। স্টিভ ওয়াহ, মাইকেল সø্যাটার, এ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, শেন ওয়াটসন, এড কোয়ান, প্রয়াত ফিলিপ হিউজদের ব্যাটিং পরামর্শক ছিলেন মার্ক। তখনই মার্কের নাম বিশ্ব ক্রিকেটে ভালভাবে ছড়িয়ে পড়ে। মার্কের শরণাপন্ন হয়ে অসি ক্রিকেটাররা অনেক লাভবানও হন। এখন তার সান্নিধ্য পেয়ে বাংলাদেশ ব্যাটসম্যানরা কতদূর এগুতে পারেন সেটিই দেখার বিষয়। সামনেই মার্কের জন্মভূমি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরআগে মার্কের অন্তর্ভুক্তিকে কার্যকর হিসেবেই দেখা হচ্ছে। আজ থেকেই সেই কার্যকারিতা শুরু হয়ে যাওয়ার কথাও রয়েছে। জাতীয় দলে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহদের নিয়ে কাজ করার বিশেষ কিছু থাকছে না। তবে তাদের আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়ার ব্যাপার থাকে। তবে নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে, তরুণ ব্যাটসম্যানদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। মার্ক মূলত সেটিই করবেন। এখন থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করবেন। মার্ক ব্যাটিং দিকটা দেখবেন। ফিটনেস ক্যাম্প শেষে হাতুরাসিংহের তত্ত্বাবধানেই অনুশীলন হবে এখন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্দেশ্যেই এ অনুশীলন চলবে। তবে সামনে যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, অসিদের টার্গেট করেই অনুশীলন এগিয়ে চলবে। মিরপুরের পর সামনে চট্টগ্রামেও ক্যাম্প হবে। ৪ আগস্ট চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা। এরআগ পর্যন্ত মিরপুরে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করবেন। চট্টগ্রামে গিয়ে ৫ আগস্ট থেকে প্রস্তুতি করবেন। এরপর ৯ আগস্ট তিনদিনের প্রস্তুতি ম্যাচও খেলবেন চট্টগ্রামে। ১২ আগস্ট ক্রিকেটাররা ঢাকায় ফিরে আসবেন। ঢাকায় আরও ৫ দিনের মতো অনুশীলন হবে। আর চট্টগ্রামে এক সপ্তাহ অনুশীলনের মধ্যে থাকবেন ক্রিকেটাররা। জাতীয় দলের প্রাথমিক দলে ২৯ ক্রিকেটারকে রাখা হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ দুইজন অনুশীলনে থাকবেন না। সেই সঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন এনামুল হক বিজয়। তিনিও অনুশীলনে থাকছেন না। মাহমুদুল্লাহ রিয়াদও শুরুতে ব্যাটিং অনুশীলন করতে পারবেন না। শুরুতেই তাই মাহমুদুল্লাহ মার্কের ব্যাটিং পরামর্শ পাচ্ছেন না। তবে ধীরে ধীরে পিঠের ব্যথা পুরোপুরি কমে গেলে ব্যাটিংটা শুরু করলে মার্কের সান্নিধ্য পাবেন। বাকিরা আজ থেকেই মার্কের পরামর্শ পেতে শুরু করবেন।
×